ঢাকা , সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

অক্টোবরে আর্জেন্টিনার জার্সিতে ফিরবেন লিওনেল মেসি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত : ১০:৪৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • ৫২

আসন্ন ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হারার পর আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি আশাবাদ ব্যক্ত করেছেন, আলবিসেলেস্তেরাদের অধিনায়ক লিওনেল মেসিকে অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে তিনি পাবেন।

 

৩৭ বছর বয়সী বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি জুলাই মাসের ১৪ তারিখে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ডান পায়ের গোড়ালিতে চোট পান এবং তখন থেকেই মাঠের বাইরে রয়েছেন।

 

 

আর্জেন্টিনা অধিনায়ক সম্প্রতি ইন্টার মায়ামির সঙ্গে অনুশীলনে ফিরেছেন এবং শনিবারের মেজর লিগ সকার (এমএলএস) ম্যাচে ফিলাডেলফিয়ার বিপক্ষে খেলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

 

মেসির ফেরার সম্ভাবনা সম্পর্কে স্কালোনি বলেন, ‘আমরা আশা করছি তিনি (মেসি) খেলায় ফিরবেন। অক্টোবরের জন্য স্কোয়াড ঘোষণা করার সময় আমরা তার সঙ্গে যোগাযোগ করব, যেমনটা আমরা সবার সঙ্গেই করি। তখন দেখা যাবে তিনি ফিরতে প্রস্তুত কিনা।’

 

 

মেসিকে ছাড়াই বৃহস্পতিবার চিলির বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নিলেও পরের ম্যাচে হারে আর্জেন্টিনা। তবে অন্যদল গুলো হারায় তাদের বাছাইপর্বের শীর্ষস্থান সুসংহতই আছে। বর্তমানে তারা উরুগুয়ের চেয়ে চার পয়েন্টে এগিয়ে রয়েছে।

 

মেসি ছাড়া অবশ্য দলের পারফরম্যান্সে সন্তুষ্ট স্কালোনি। তিনি বলেন, ‘কোনো ফুটবল দলের জন্য লিওনেল মেসির ওপর নির্ভরশীল না হওয়া কঠিন। তিনি যেখানে খেলেছেন, সব দলেই তার ওপর নির্ভরতা ছিল। কারণ তিনি একজন অনন্য ফুটবলার। তবে আমাদের দলের ভালো দিক হলো, আমরা মাঠে যেই থাকুক না কেন, একটি খেলার কৌশল নিয়ে এগিয়ে যাই। যদিও খেলোয়াড় পরিবর্তন হতে পারে, তবুও আমাদের লক্ষ্য অপরিবর্তিত থাকে।’

 

 

‘মেসি ছাড়া আমরা একই পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করি, তবে মেসির সেই অনন্য ফিনিশিং ছোঁয়া একটু মিস করি। তবে সবাই জানে মাঠে যে-ই থাকুক, কী করতে হবে।’

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

অক্টোবরে আর্জেন্টিনার জার্সিতে ফিরবেন লিওনেল মেসি

প্রকাশিত : ১০:৪৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

আসন্ন ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হারার পর আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি আশাবাদ ব্যক্ত করেছেন, আলবিসেলেস্তেরাদের অধিনায়ক লিওনেল মেসিকে অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে তিনি পাবেন।

 

৩৭ বছর বয়সী বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি জুলাই মাসের ১৪ তারিখে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ডান পায়ের গোড়ালিতে চোট পান এবং তখন থেকেই মাঠের বাইরে রয়েছেন।

 

 

আর্জেন্টিনা অধিনায়ক সম্প্রতি ইন্টার মায়ামির সঙ্গে অনুশীলনে ফিরেছেন এবং শনিবারের মেজর লিগ সকার (এমএলএস) ম্যাচে ফিলাডেলফিয়ার বিপক্ষে খেলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

 

মেসির ফেরার সম্ভাবনা সম্পর্কে স্কালোনি বলেন, ‘আমরা আশা করছি তিনি (মেসি) খেলায় ফিরবেন। অক্টোবরের জন্য স্কোয়াড ঘোষণা করার সময় আমরা তার সঙ্গে যোগাযোগ করব, যেমনটা আমরা সবার সঙ্গেই করি। তখন দেখা যাবে তিনি ফিরতে প্রস্তুত কিনা।’

 

 

মেসিকে ছাড়াই বৃহস্পতিবার চিলির বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নিলেও পরের ম্যাচে হারে আর্জেন্টিনা। তবে অন্যদল গুলো হারায় তাদের বাছাইপর্বের শীর্ষস্থান সুসংহতই আছে। বর্তমানে তারা উরুগুয়ের চেয়ে চার পয়েন্টে এগিয়ে রয়েছে।

 

মেসি ছাড়া অবশ্য দলের পারফরম্যান্সে সন্তুষ্ট স্কালোনি। তিনি বলেন, ‘কোনো ফুটবল দলের জন্য লিওনেল মেসির ওপর নির্ভরশীল না হওয়া কঠিন। তিনি যেখানে খেলেছেন, সব দলেই তার ওপর নির্ভরতা ছিল। কারণ তিনি একজন অনন্য ফুটবলার। তবে আমাদের দলের ভালো দিক হলো, আমরা মাঠে যেই থাকুক না কেন, একটি খেলার কৌশল নিয়ে এগিয়ে যাই। যদিও খেলোয়াড় পরিবর্তন হতে পারে, তবুও আমাদের লক্ষ্য অপরিবর্তিত থাকে।’

 

 

‘মেসি ছাড়া আমরা একই পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করি, তবে মেসির সেই অনন্য ফিনিশিং ছোঁয়া একটু মিস করি। তবে সবাই জানে মাঠে যে-ই থাকুক, কী করতে হবে।’