বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ‘ধড়ক’ সিনেমার মধ্য দিয়ে ২০১৮ সালে বলিউডে যাত্রা শুরু করেন তিনি। এবার এ বছরের অন্যতম বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেভারা’-এর মধ্য দিয়ে দক্ষিণের সিনেমায় নাম লেখালেন তিনি।
‘দেভারা’ ২৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে। তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় তারকা জুনিয়র এনটিআর। মুক্তির পর রীতিমতো বক্স অফিসে কাঁপন ধরিয়ে দেয় সিনেমাটি।
বলিউড মুভি রিভিউজের তথ্যমতে, মুক্তির প্রথম দিনে বক্স অফিসে বিশ্বব্যাপী ১৩৫ কোটি রুপি আয় করেছে ‘দেভারা’। যার ভেতর শুধু ভারতেই ৭৬ কোটি রুপি আয় করেছে।
যার মধ্যে তেলেগু থেকে ৬৮.৬ কোটি রুপি, হিন্দি ৭ কোটি রুপি, কন্নড় থেকে ৩০ লাখ রুপি, তামিল থেকে ৮০ লাখ রুপি এবং মালায়লাম থেকে ৩০ লাখ রুপি আয় করেছে।
মুক্তির প্রথম দিনে ‘দেভারা’র মূল আয়ই ছিল তেলেগু ইন্ডাস্ট্রি থেকে। যেখান থেকে প্রায় ৭৯.৫৬ শতাংশ আয় করেছে ছবিটি।
যার ফলে দক্ষিণে জাহ্নবীর দুর্দান্ত একটি শুরু হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন কোরাতলা শিভা। সিনেমায় ভৈরার চরিত্রে দর্শকদের আকর্ষণ কেড়েছে সাইফ আলী খান।
খলনায়কে চরিত্রে ছবিতে অনেকটাই উতরে গেছেন এই তারকা। এ ছাড়া জাহ্নবীকে দেখা গেছে জুনিয়র এনটিআরের প্রেমিকার চরিত্রে। দক্ষিণী ছবিতে অভিষেকের ক্ষেত্রে তিনিও ভালো করেছেন।