ঢাকা , রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের বৈঠক কাল

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বৈঠক আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টায় রাজধানীর ইস্কাটনে ১৪ দলীয় জোটের সমন্বয়ক ‍ও মুখপাত্র আমির হোসেন আমুর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

 

সোমবার (৩ জুন) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

 

এর আগে, গত ২৩ মে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলীয় জোটের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

 

১৪ দলের শরিকদের সূত্রে জানা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, বিদেশে অর্থ পাচারসহ নানা ইস্যুতে নিজ নিজ দলের পক্ষ থেকে কর্মসূচি পালন করার পরিকল্পনা নিয়েছে শরিকরা। ঈদ এবং আগামী বাজেটের পর থেকেই এসব কর্মসূচি নিয়ে ১৪ দলের শরিকেরা রাজপথে নামতে পারে।

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের বৈঠক কাল

প্রকাশিত : ০১:১৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বৈঠক আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টায় রাজধানীর ইস্কাটনে ১৪ দলীয় জোটের সমন্বয়ক ‍ও মুখপাত্র আমির হোসেন আমুর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

 

সোমবার (৩ জুন) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

 

এর আগে, গত ২৩ মে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলীয় জোটের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

 

১৪ দলের শরিকদের সূত্রে জানা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, বিদেশে অর্থ পাচারসহ নানা ইস্যুতে নিজ নিজ দলের পক্ষ থেকে কর্মসূচি পালন করার পরিকল্পনা নিয়েছে শরিকরা। ঈদ এবং আগামী বাজেটের পর থেকেই এসব কর্মসূচি নিয়ে ১৪ দলের শরিকেরা রাজপথে নামতে পারে।