ঢাকা , বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

আগামী মৌসুমে ব্রাজিল ক্লাব সান্তোসে ফিরছেন নেইমার

ব্রাজিলের শহর সান্তোস থেকেই শুরু হয়েছিল নেইমারের ফুটবল–যাত্রা। ১৯৯৯ সালে সাত বছর বয়সে ফুটবলে নেইমারের হাতেখড়ি এই শহরের ক্লাব পর্তুগেজা সান্তিসতায়। ক্লাবটিতে চার বছর কাটিয়ে ২০০৩ সালে নাম লেখান তিনি কিংবদন্তি পেলের সাবেক ক্লাব সান্তোসে।

সেখানেই মূলত নেইমারের ফুল হয়ে ফোটা। সান্তোসেই প্রতিভার দ্যুতি ছড়িয়ে ইউরোপিয়ান ক্লাবগুলোর নজরে পড়েছিলেন নেইমার। ২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সেলোনায় নাম লেখালেও ক্যারিয়ারের শেষ ভাগে শৈশবের ক্লাবে ফেরার ইচ্ছার কথা বলেছিলেন ব্রাজিলিয়ান তারকা।

বার্সেলোনা থেকে পিএসজি হয়ে নেইমার এখন খেলছেন সৌদি আরবের ক্লাব আল হিলালে। তবে নেইমার যখন যেখানেই গেছেন, শৈশবের ক্লাব সান্তোসে ফেরার প্রসঙ্গ বারবার এসেছে। সম্প্রতি আবারও নেইমারের বিষয়টি আলোচনায় এসেছে। এবার নেইমারের সান্তোসে ফেরার বিষয়টি নিয়ে কথা বলেছেন ক্লাবটির সহসভাপতি ওসভালদো নিকো। আগামী মৌসুমেই নেইমার সান্তোসে ফিরবেন বলে মন্তব্য করেছেন তিনি।

নেইমারের সান্তোসে ফেরা নিয়ে এক টেলিভিশন অনুষ্ঠানে নিকো বলেছেন, ‘নেইমার জুনে সান্তোসে আসবে। আমাদের মধ্যে এই আলাপ হয়েছে। এখানে সবাই নেইমারের সঙ্গে খেলেছে। এমনকি জে লাভ এবং আন্দ্রে ফিলিপে আর সে (নেইমার) যখন এখানে ছিল, তখন গোলও করেছে। সব মিলিয়ে বিষয়টি হচ্ছে নেইমার সান্তোসে ফিরছে।’

২০২৩ সালের আগস্টে ৮ কোটি ৭০ লাখ ডলারে পিএসজি থেকে আল হিলালে যান নেইমার। তাঁর সঙ্গে আল হিলালের দুই বছরের চুক্তি শেষ হবে ২০২৫ সালের জুনে। তবে এখনই প্রশ্ন উঠেছে—এরপর কী? আল হিলাল কি নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন করবে, নাকি ব্রাজিলিয়ান তারকা অন্য কোথাও তাঁর ঠিকানা গড়বেন।

সৌদি আরবে নেইমারের যাত্রাটা অবশ্য একবারেই ভালো হয়নি। এখন পর্যন্ত সব মিলিয়ে খেলেছেন মাত্র ৬ ম্যাচ। আল হিলালে যোগ দেওয়ার পর চোটের কারণে এক বছরের বেশি সময় কারণে মাঠের বাইরে ছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

কয়েক দিন আগে এএফসি চ্যাম্পিয়নস লিগ দিয়ে মাঠে ফিরলেও ক্লাবটিতে তাঁর ভবিষ্যৎ একরকম অনিশ্চিত। এর মধ্যে কয়েক মাস আগেও তাঁর সান্তোসে ফেরার বিষয়টি সামনে এসেছিল। সে সময় সান্তোসের সভাপতি তিসেইরা নিশ্চিত করেছিলেন যে নেইমারের ফেরার ব্যাপারে দুই পক্ষের ‘কার্যকর’ আলাপ হয়েছে।

সেই সময় তিনি বলেছিলেন, ‘সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। কিন্তু সংক্ষিপ্ত আলোচনাও কখনো কখনো অনেক কার্যকর হয়। এখানে (সান্তোস) খেলার জন্য তাকে আগে ভালোভাবে সেরে উঠতে হবে।’

নেইমার অবশ্য এমন কোনো সিদ্ধান্তের বিষয়টি উড়িয়ে দেন, যদিও ফেরার দরজা পুরোপুরি বন্ধও করেননি তিনি, ‘আগামী বছর আমার সান্তোসে ফেরার কোনো সম্ভাবনা নেই। যা বলা হচ্ছে, তা পুরোপুরি মিথ্যা। এমন কোনো পরিকল্পনা হয়নি।

আল হিলালে আমার এখনো এক বছরের চুক্তি আছে। আমি দারুণ একটি মৌসুমের আশা করছি। আমি গত মৌসুম মিস করেছি। আমরা ধাপে ধাপে এগোনোর ব্যাপারে ভাবছি। অবশ্যই সান্তোস আমার পছন্দের দল এবং আমি একদিন সেখানে ফিরতে চাই। তবে এই মুহূর্তে আমার তেমন কোনো পরিকল্পনা নেই।’

ফুটবলের দলবদলে অবশ্য শেষ কথা বলে কিছু নেই। আজকে খুবই সম্ভব মনে হওয়া বিষয়টিও আগামীকাল অসম্ভব হয়ে যেতে পারে। কে জানে, নেইমারের সান্তোসে ফেরার বিষয়টি কোন দিকে মোড় নেয়!

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

জনপ্রিয় সংবাদ

আগামী মৌসুমে ব্রাজিল ক্লাব সান্তোসে ফিরছেন নেইমার

প্রকাশিত : ১২:৩৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

ব্রাজিলের শহর সান্তোস থেকেই শুরু হয়েছিল নেইমারের ফুটবল–যাত্রা। ১৯৯৯ সালে সাত বছর বয়সে ফুটবলে নেইমারের হাতেখড়ি এই শহরের ক্লাব পর্তুগেজা সান্তিসতায়। ক্লাবটিতে চার বছর কাটিয়ে ২০০৩ সালে নাম লেখান তিনি কিংবদন্তি পেলের সাবেক ক্লাব সান্তোসে।

সেখানেই মূলত নেইমারের ফুল হয়ে ফোটা। সান্তোসেই প্রতিভার দ্যুতি ছড়িয়ে ইউরোপিয়ান ক্লাবগুলোর নজরে পড়েছিলেন নেইমার। ২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সেলোনায় নাম লেখালেও ক্যারিয়ারের শেষ ভাগে শৈশবের ক্লাবে ফেরার ইচ্ছার কথা বলেছিলেন ব্রাজিলিয়ান তারকা।

বার্সেলোনা থেকে পিএসজি হয়ে নেইমার এখন খেলছেন সৌদি আরবের ক্লাব আল হিলালে। তবে নেইমার যখন যেখানেই গেছেন, শৈশবের ক্লাব সান্তোসে ফেরার প্রসঙ্গ বারবার এসেছে। সম্প্রতি আবারও নেইমারের বিষয়টি আলোচনায় এসেছে। এবার নেইমারের সান্তোসে ফেরার বিষয়টি নিয়ে কথা বলেছেন ক্লাবটির সহসভাপতি ওসভালদো নিকো। আগামী মৌসুমেই নেইমার সান্তোসে ফিরবেন বলে মন্তব্য করেছেন তিনি।

নেইমারের সান্তোসে ফেরা নিয়ে এক টেলিভিশন অনুষ্ঠানে নিকো বলেছেন, ‘নেইমার জুনে সান্তোসে আসবে। আমাদের মধ্যে এই আলাপ হয়েছে। এখানে সবাই নেইমারের সঙ্গে খেলেছে। এমনকি জে লাভ এবং আন্দ্রে ফিলিপে আর সে (নেইমার) যখন এখানে ছিল, তখন গোলও করেছে। সব মিলিয়ে বিষয়টি হচ্ছে নেইমার সান্তোসে ফিরছে।’

২০২৩ সালের আগস্টে ৮ কোটি ৭০ লাখ ডলারে পিএসজি থেকে আল হিলালে যান নেইমার। তাঁর সঙ্গে আল হিলালের দুই বছরের চুক্তি শেষ হবে ২০২৫ সালের জুনে। তবে এখনই প্রশ্ন উঠেছে—এরপর কী? আল হিলাল কি নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন করবে, নাকি ব্রাজিলিয়ান তারকা অন্য কোথাও তাঁর ঠিকানা গড়বেন।

সৌদি আরবে নেইমারের যাত্রাটা অবশ্য একবারেই ভালো হয়নি। এখন পর্যন্ত সব মিলিয়ে খেলেছেন মাত্র ৬ ম্যাচ। আল হিলালে যোগ দেওয়ার পর চোটের কারণে এক বছরের বেশি সময় কারণে মাঠের বাইরে ছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

কয়েক দিন আগে এএফসি চ্যাম্পিয়নস লিগ দিয়ে মাঠে ফিরলেও ক্লাবটিতে তাঁর ভবিষ্যৎ একরকম অনিশ্চিত। এর মধ্যে কয়েক মাস আগেও তাঁর সান্তোসে ফেরার বিষয়টি সামনে এসেছিল। সে সময় সান্তোসের সভাপতি তিসেইরা নিশ্চিত করেছিলেন যে নেইমারের ফেরার ব্যাপারে দুই পক্ষের ‘কার্যকর’ আলাপ হয়েছে।

সেই সময় তিনি বলেছিলেন, ‘সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। কিন্তু সংক্ষিপ্ত আলোচনাও কখনো কখনো অনেক কার্যকর হয়। এখানে (সান্তোস) খেলার জন্য তাকে আগে ভালোভাবে সেরে উঠতে হবে।’

নেইমার অবশ্য এমন কোনো সিদ্ধান্তের বিষয়টি উড়িয়ে দেন, যদিও ফেরার দরজা পুরোপুরি বন্ধও করেননি তিনি, ‘আগামী বছর আমার সান্তোসে ফেরার কোনো সম্ভাবনা নেই। যা বলা হচ্ছে, তা পুরোপুরি মিথ্যা। এমন কোনো পরিকল্পনা হয়নি।

আল হিলালে আমার এখনো এক বছরের চুক্তি আছে। আমি দারুণ একটি মৌসুমের আশা করছি। আমি গত মৌসুম মিস করেছি। আমরা ধাপে ধাপে এগোনোর ব্যাপারে ভাবছি। অবশ্যই সান্তোস আমার পছন্দের দল এবং আমি একদিন সেখানে ফিরতে চাই। তবে এই মুহূর্তে আমার তেমন কোনো পরিকল্পনা নেই।’

ফুটবলের দলবদলে অবশ্য শেষ কথা বলে কিছু নেই। আজকে খুবই সম্ভব মনে হওয়া বিষয়টিও আগামীকাল অসম্ভব হয়ে যেতে পারে। কে জানে, নেইমারের সান্তোসে ফেরার বিষয়টি কোন দিকে মোড় নেয়!