ঢাকা , সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

আবারও হলিউডে বলিউড তারকা টাবু

বলিউডের শক্তিশালী অভিনেত্রী টাবু। ২০০৬ সালে দ্য নেমশেক সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে হলিউডে অভিষেক হয় তার। এরপর লাইফ অব পাই সিনেমায় গীতা প্যাটেল চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি এবং সর্বশেষ ২০২০ সালে এবং বিবিসি মিনি সিরিজ ‘অ্যা সুইটেবল বয়’-তে অভিনয় করেছিলেন।

 

 

এবার চতুর্থবারের মতো হলিউড ইন্ডাস্ট্রিতে অভিনয় করতে দেখা যাবে তাকে। খবর : দ্য কুইন্ট

 

 

টাবুকে দেখা যাবে হলিউড নির্মাতা ডেনিস ভিলেনিউভেরের ‘ডুন’-এর প্রিকুয়েল সিরিজ ‘ডুন : প্রোফেসি’-এ। বিষয়টি ইতোমধ্যেই একাধিক হলিউড ও বলিউডভিত্তিক গণমাধ্যম নিশ্চিত করেছে। তার চরিত্রও প্রকাশ করা হয়েছে। সিনেমায় টাবু সিস্টার ফ্রান্সেসকার ভূমিকায় দেখা যাবে। যেই চরিত্রটি হবে ‘শক্তিশালী’, ‘বুদ্ধিমান’ এবং ‘আকর্ষণীয়’। মানে এবারের কাজটি টাবুর জন্য হলিউড ইন্ডাস্ট্রিতে স্মরণীয় হয়ে থাকবে। এমনটাই ধারণা করা হচ্ছে।

 

 

 

‘ডুন : প্রোফেসি’ সিরিজের প্রিমিয়ারের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। টাবু ছাড়াও সিরিজে আরও আছেন এমিলি ওয়াটসন, অলিভিয়া উইলিয়ামস, মার্ক স্ট্রন, সারাহ-সোফি বসনিনা এবং শ্যালম ব্রুন-ফ্র্যাঙ্কলিন। এটি ডিজিটাল প্ল্যাটফর্ম ম্যাক্সে মুক্তি দেওয়া হবে।

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

আবারও হলিউডে বলিউড তারকা টাবু

প্রকাশিত : ১১:৫২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪

বলিউডের শক্তিশালী অভিনেত্রী টাবু। ২০০৬ সালে দ্য নেমশেক সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে হলিউডে অভিষেক হয় তার। এরপর লাইফ অব পাই সিনেমায় গীতা প্যাটেল চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি এবং সর্বশেষ ২০২০ সালে এবং বিবিসি মিনি সিরিজ ‘অ্যা সুইটেবল বয়’-তে অভিনয় করেছিলেন।

 

 

এবার চতুর্থবারের মতো হলিউড ইন্ডাস্ট্রিতে অভিনয় করতে দেখা যাবে তাকে। খবর : দ্য কুইন্ট

 

 

টাবুকে দেখা যাবে হলিউড নির্মাতা ডেনিস ভিলেনিউভেরের ‘ডুন’-এর প্রিকুয়েল সিরিজ ‘ডুন : প্রোফেসি’-এ। বিষয়টি ইতোমধ্যেই একাধিক হলিউড ও বলিউডভিত্তিক গণমাধ্যম নিশ্চিত করেছে। তার চরিত্রও প্রকাশ করা হয়েছে। সিনেমায় টাবু সিস্টার ফ্রান্সেসকার ভূমিকায় দেখা যাবে। যেই চরিত্রটি হবে ‘শক্তিশালী’, ‘বুদ্ধিমান’ এবং ‘আকর্ষণীয়’। মানে এবারের কাজটি টাবুর জন্য হলিউড ইন্ডাস্ট্রিতে স্মরণীয় হয়ে থাকবে। এমনটাই ধারণা করা হচ্ছে।

 

 

 

‘ডুন : প্রোফেসি’ সিরিজের প্রিমিয়ারের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। টাবু ছাড়াও সিরিজে আরও আছেন এমিলি ওয়াটসন, অলিভিয়া উইলিয়ামস, মার্ক স্ট্রন, সারাহ-সোফি বসনিনা এবং শ্যালম ব্রুন-ফ্র্যাঙ্কলিন। এটি ডিজিটাল প্ল্যাটফর্ম ম্যাক্সে মুক্তি দেওয়া হবে।