ঢাকা , সোমবার, ১১ নভেম্বর ২০২৪

আসছে কেয়া পায়েলের ‘ম্যাজিক মোমেন্ট’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০১:২৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • ২৫

ছোট পর্দার বড় নাম অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয়ের ব্যস্ততা একটুও কমেনি তার। কিছুদিন আগেই নাটকের শুটিংয়ের জন্য মার্কিন মুলুকে পাড়ি জমান তিনি। এবার তিনি নাম লেখালেন আরও একটি নতুন নাটকে। যার শিরোনাম ‘ম্যাজিক মোমেন্ট’।

 

নাটকটি নির্মাণ করেছেন কেএম সোহাগ রানা। এরই মধ্যে নাটকটির শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। নাটকটিতে কেয়ার বিপরীতে রয়েছেন তৌসিফ মাহবুব।

 

 

আরও অভিনয় করেছেন ডা. এজাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম মিঠু, মনিরা মিঠু, তানজিম অনিক, এবি রোকনসহ অনেকে।

 

নতুন এই নাটক নিয়ে কেয়া পায়েল বলেন, ‘আমি নাটকে এখন আর আগের মতো ঢালাওভাবে কাজ করি না। গল্পনির্ভর কাজগুলোই প্রাধান্য দিই। সে জায়গা থেকেই ‘ম্যাজিক মোমেন্ট’ নাটকে কাজ করা।

 

 

দুর্দান্ত একটি টিমের সঙ্গে কাজ করলাম। এ ছাড়া এমন সহশিল্পীদের সঙ্গে কাজ করতে কার না ভালো লাগে। গল্পেও আছে ভিন্নতা। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

 

 

এর আগে কেয়া-তৌসিফ ‘সুন্দরী’, ‘গুড ফর নাথিং’, ‘ও অন্তরা’, ‘ভিকি ভার্সেস নায়লা’, ‘পিতা মাতা সন্তান’, ‘ডিসটার্ব মি’, ‘পিরিতির ছেঁড়া খেতা’, ‘ডানপিটে’, ‘উড়াল পাখি’সহ বেশ কিছু নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন।

 

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

আসছে কেয়া পায়েলের ‘ম্যাজিক মোমেন্ট’

প্রকাশিত : ০১:২৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

ছোট পর্দার বড় নাম অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয়ের ব্যস্ততা একটুও কমেনি তার। কিছুদিন আগেই নাটকের শুটিংয়ের জন্য মার্কিন মুলুকে পাড়ি জমান তিনি। এবার তিনি নাম লেখালেন আরও একটি নতুন নাটকে। যার শিরোনাম ‘ম্যাজিক মোমেন্ট’।

 

নাটকটি নির্মাণ করেছেন কেএম সোহাগ রানা। এরই মধ্যে নাটকটির শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। নাটকটিতে কেয়ার বিপরীতে রয়েছেন তৌসিফ মাহবুব।

 

 

আরও অভিনয় করেছেন ডা. এজাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম মিঠু, মনিরা মিঠু, তানজিম অনিক, এবি রোকনসহ অনেকে।

 

নতুন এই নাটক নিয়ে কেয়া পায়েল বলেন, ‘আমি নাটকে এখন আর আগের মতো ঢালাওভাবে কাজ করি না। গল্পনির্ভর কাজগুলোই প্রাধান্য দিই। সে জায়গা থেকেই ‘ম্যাজিক মোমেন্ট’ নাটকে কাজ করা।

 

 

দুর্দান্ত একটি টিমের সঙ্গে কাজ করলাম। এ ছাড়া এমন সহশিল্পীদের সঙ্গে কাজ করতে কার না ভালো লাগে। গল্পেও আছে ভিন্নতা। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

 

 

এর আগে কেয়া-তৌসিফ ‘সুন্দরী’, ‘গুড ফর নাথিং’, ‘ও অন্তরা’, ‘ভিকি ভার্সেস নায়লা’, ‘পিতা মাতা সন্তান’, ‘ডিসটার্ব মি’, ‘পিরিতির ছেঁড়া খেতা’, ‘ডানপিটে’, ‘উড়াল পাখি’সহ বেশ কিছু নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন।