ঢাকা , রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

আসছে নোরা ফাতেহির দিলবার ২.০!

বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল নোরা ফাতেহি। সিনেমা অথবা মিউজিক ভিডিও সব জায়গাতেই তার নৃত্য দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। বছরের পর বছর ইউটিউবে থাকে পছন্দের তালিকায়।

 

 

তার জনপ্রিয় আইটেম গানের তালিকায় থাকা দিলবার গানটির এবার নতুন ভার্সন আসছে। শিরোনাম দিলবার ২.০। খবর : বলিউড হাঙ্গামা

 

 

দিলবার ২.০-নিয়ে প্রকাশিত সংবাদে গানের সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তির বয়ান প্রকাশ করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে, নোরা এরই মধ্যে গানটির শুটিং শুরু করেছেন। তবে গানের শিরোনাম এখনো ঠিক করা হয়নি।

 

 

ধারণা করা হচ্ছে, এটি ২০১৮ সালে মুক্তি পাওয়া সত্যমেব জয়তে সিনেমার দিলবার গানের নতুন ভার্সন নিয়ে আসছেন তিনি। শুটিংয়ে তার সঙ্গে র্যাপার রাফতার ও সুখি-কে দেখা গেছে। তবে গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে বলেও নিশ্চিত করেন এই ব্যক্তি।

 

 

দিলবার গানে প্রথম কাঁপিয়ে দেন অভিনেত্রী সুস্মিতা সেন। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া সেরফ তুম সিনেমায় গানটি প্রথম ব্যবহার করা হয়। এরপর এই গানে ২০১৮ সালে একই গানে নোরাকেও নৃত্য করতে দেখা যায়। ইউটিউবে নোরার গানটি এরই মধ্যে ১.৩ বিলিয়ন দর্শক দেখে ফেলেছেন।

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

আসছে নোরা ফাতেহির দিলবার ২.০!

প্রকাশিত : ১০:৫৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪

বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল নোরা ফাতেহি। সিনেমা অথবা মিউজিক ভিডিও সব জায়গাতেই তার নৃত্য দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। বছরের পর বছর ইউটিউবে থাকে পছন্দের তালিকায়।

 

 

তার জনপ্রিয় আইটেম গানের তালিকায় থাকা দিলবার গানটির এবার নতুন ভার্সন আসছে। শিরোনাম দিলবার ২.০। খবর : বলিউড হাঙ্গামা

 

 

দিলবার ২.০-নিয়ে প্রকাশিত সংবাদে গানের সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তির বয়ান প্রকাশ করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে, নোরা এরই মধ্যে গানটির শুটিং শুরু করেছেন। তবে গানের শিরোনাম এখনো ঠিক করা হয়নি।

 

 

ধারণা করা হচ্ছে, এটি ২০১৮ সালে মুক্তি পাওয়া সত্যমেব জয়তে সিনেমার দিলবার গানের নতুন ভার্সন নিয়ে আসছেন তিনি। শুটিংয়ে তার সঙ্গে র্যাপার রাফতার ও সুখি-কে দেখা গেছে। তবে গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে বলেও নিশ্চিত করেন এই ব্যক্তি।

 

 

দিলবার গানে প্রথম কাঁপিয়ে দেন অভিনেত্রী সুস্মিতা সেন। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া সেরফ তুম সিনেমায় গানটি প্রথম ব্যবহার করা হয়। এরপর এই গানে ২০১৮ সালে একই গানে নোরাকেও নৃত্য করতে দেখা যায়। ইউটিউবে নোরার গানটি এরই মধ্যে ১.৩ বিলিয়ন দর্শক দেখে ফেলেছেন।