ঢাকা , শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

আসলেই কি বিয়ে করছেন অভিনেত্রী দীঘি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৮:০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • ৫৭৩

শিশুশিল্পী হিসেবে দেশের একটি বেসরকারি মোবাইল অপারেটরের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে রাতারাতি খ্যাতি লাভ করেছিলেন প্রার্থনা ফারদিন দীঘি।

 

এরপর কয়েকটি সিনেমায়ও দেখা গেছে। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করে জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে। তবে এ পর্যন্ত তাকে শুধুই একজন শিশুশিল্পী হিসেবে দেখেছেন দর্শকরা।

 

 

এরপর সময় গড়িয়েছে অনেক। তারপর ২০২১ সালে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চিত্রনায়িকা হিসেবে তকমা লাভ করেন দীঘি। এরইমধ্যে দর্শকের আগ্রহের জায়গায় নাম বসে তার। ফলে বছরের বিভিন্ন সময়ই আলোচনায় থাকেন তিনি। আর এবার আলোচনায় এলেন বিয়ে ইস্যুতে।

 

 

সম্প্রতি বিভিন্ন মাধ্যমে গুঞ্জন উঠেছে―বিয়ে করছেন দীঘি। কিন্তু আসলেই কি বিয়ে করছেন তিনি? তবে এই গুঞ্জনের জন্য অবশ্য তিনি নিজেই দায়ী।

 

সোমবার (১ জুলাই) রাত ১০টার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে একটি কার্ড পোস্ট করেন দীঘি। কার্ডের বাম পাশে লেহেঙ্গা পরা একটি ছবি দেখা গেছে তার। তবে আরেক পাশের অংশ হাত দিয়ে ঢেকে রেখেছেন। আর অনামিকায় দেখা যাচ্ছে এনগেজমেন্ট রিং।

 

 

এ অভিনেত্রী কার্ডটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আর অপেক্ষা করতে পারছি না। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’ এরপর থেকেই মন্তব্যের ঘরে সবাই তাকে শুভ কামনা ও অভিনন্দন জানাতে থাকেন। কেউ কেউ অবশ্য জানতে চেয়েছেন, দীঘির বিয়ে, নাকি এটি কোনো অভিনয়ের অংশ।

 

 

তবে মন্তব্যের ঘরে কোনো জবাব দিতে দেখা যায়নি দীঘিকে। কিন্তু তিনি বিষয়টি স্পষ্ট না করলেও কার্ড পোস্টের পর থেকেই বিভিন্ন মাধ্যমে খবর চাউর হতে থাকে, বিয়ে করতে যাচ্ছেন দীঘি। আর এ ব্যাপারে জানার জন্য গণমাধ্যম থেকে তাকে ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি অভিনেত্রীর।

 

 

এদিকে বিষয়টি নিয়ে দীঘির বাবা ও অভিনেতা সুব্রত কথা বলেছেন। তিনি জানিয়েছেন, বিয়ে নাকি কোনো কাজের ঘোষণা, সেটি আজ সন্ধ্যায় জানা যাবে। বিষয়টি দীঘি নিজেই স্পষ্ট করবেন।

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

আসলেই কি বিয়ে করছেন অভিনেত্রী দীঘি

প্রকাশিত : ০৮:০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪

শিশুশিল্পী হিসেবে দেশের একটি বেসরকারি মোবাইল অপারেটরের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে রাতারাতি খ্যাতি লাভ করেছিলেন প্রার্থনা ফারদিন দীঘি।

 

এরপর কয়েকটি সিনেমায়ও দেখা গেছে। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করে জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে। তবে এ পর্যন্ত তাকে শুধুই একজন শিশুশিল্পী হিসেবে দেখেছেন দর্শকরা।

 

 

এরপর সময় গড়িয়েছে অনেক। তারপর ২০২১ সালে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চিত্রনায়িকা হিসেবে তকমা লাভ করেন দীঘি। এরইমধ্যে দর্শকের আগ্রহের জায়গায় নাম বসে তার। ফলে বছরের বিভিন্ন সময়ই আলোচনায় থাকেন তিনি। আর এবার আলোচনায় এলেন বিয়ে ইস্যুতে।

 

 

সম্প্রতি বিভিন্ন মাধ্যমে গুঞ্জন উঠেছে―বিয়ে করছেন দীঘি। কিন্তু আসলেই কি বিয়ে করছেন তিনি? তবে এই গুঞ্জনের জন্য অবশ্য তিনি নিজেই দায়ী।

 

সোমবার (১ জুলাই) রাত ১০টার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে একটি কার্ড পোস্ট করেন দীঘি। কার্ডের বাম পাশে লেহেঙ্গা পরা একটি ছবি দেখা গেছে তার। তবে আরেক পাশের অংশ হাত দিয়ে ঢেকে রেখেছেন। আর অনামিকায় দেখা যাচ্ছে এনগেজমেন্ট রিং।

 

 

এ অভিনেত্রী কার্ডটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আর অপেক্ষা করতে পারছি না। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’ এরপর থেকেই মন্তব্যের ঘরে সবাই তাকে শুভ কামনা ও অভিনন্দন জানাতে থাকেন। কেউ কেউ অবশ্য জানতে চেয়েছেন, দীঘির বিয়ে, নাকি এটি কোনো অভিনয়ের অংশ।

 

 

তবে মন্তব্যের ঘরে কোনো জবাব দিতে দেখা যায়নি দীঘিকে। কিন্তু তিনি বিষয়টি স্পষ্ট না করলেও কার্ড পোস্টের পর থেকেই বিভিন্ন মাধ্যমে খবর চাউর হতে থাকে, বিয়ে করতে যাচ্ছেন দীঘি। আর এ ব্যাপারে জানার জন্য গণমাধ্যম থেকে তাকে ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি অভিনেত্রীর।

 

 

এদিকে বিষয়টি নিয়ে দীঘির বাবা ও অভিনেতা সুব্রত কথা বলেছেন। তিনি জানিয়েছেন, বিয়ে নাকি কোনো কাজের ঘোষণা, সেটি আজ সন্ধ্যায় জানা যাবে। বিষয়টি দীঘি নিজেই স্পষ্ট করবেন।