ঢাকা , সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

ইউরোপ ছেড়ে ব্রাজিলে নেদারল্যান্ডস তারকা ডিপাই

পেট্রো ডলারের মোহে ইউরোপ ছেড়ে ফুটবলাররা ছুটছেন সৌদি আরবে। উল্টো পথ ধরলেন মেম্ফিস দিপাই। মাত্র ৩০ বছর বয়সে ডাচ স্ট্রাইকার ইউরোপ ছেড়ে পাড়ি জমালেন লাতিন আমেরিকায়—যোগ দিয়েছেন ব্রাজিলের ক্লাব কারিন্থিয়ান্সে।

 

স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ক্লাব খুঁজছিলেন দিপাই। সম্ভাব্য গন্তব্য হিসেবে সৌদি আরবের বিভিন্ন ক্লাবের নামও শোনা গেছে। কিন্তু শেষ পর্যন্ত ব্রাজিলের ক্লাব কারিন্থিয়ান্সকে বেছে নিলেন ডাচ ফুটবলার।

 

 

ক্লাবটির সঙ্গে চুক্তির আর্থিক বিষয়াদি অবশ্য কোনো পক্ষই প্রকাশ করেনি। বিভিন্ন গণমাধ্যমের দাবি, ১ কোটি ২৫ লাখ ডলারের চুক্তিতে ব্রাজিলের ক্লাবটিতে নাম লেখালেন মেম্ফিস দিপাই।

 

ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনের যুব প্রকল্প দিয়ে উঠে আসা। সিনিয়র দলে প্রমোশনের পর ২০১৫ সালে যোগ দেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। পরে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁও, স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এবং অ্যাতলেটিকো মাদ্রিদ ঘুরে পরবর্তী গন্তব্য হিসেবে করিন্থিয়ান্সকে বেছে নিলেন ডাচ উইঙ্গার।

 

 

১১ বছরে জাতীয় দলের জার্সিতে ৯৮ ম্যাচে ৪৬ গোল করা দিপাইকে নেশন্স লিগের দলে রাখেননি কোচ রোনাল্ড কুম্যান। ইউরোপ ছেড়ে লাতিন আমেরিকা পাড়ি জমানোর পর এ ফুটবলার আদৌ জাতীয় দলে ফিরতে পারবেন কি না, এ নিয়ে সন্দেহ রয়েছে।

 

ব্রাজিলের শীর্ষ লিগের ক্লাবটিতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারলে সুযোগ পাওয়ার কথা এ ফরোয়ার্ডের। শিষ্যর জন্য দুয়ার অবশ্য উন্মুক্ত করেছেন রোনাল্ড কুম্যান।

 

 

সম্প্রতি আয়াক্স ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদে পাড়ি জমান স্টিভেন বার্গভিজন।

 

সৌদি আরবে পাড়ি জমানোর পর ডাচ দল থেকেও বাদ পড়েন এ উইঙ্গার। এ প্রসঙ্গ টেনে কুম্যান বলেছেন, ‘স্টিভেন বার্গভিজনের সৌদি আরবে যাওয়াটা মানতে পারিনি। মেম্ফিসের বিষয়টি অবশ্য ভিন্ন। সৌদির তুলনায় ব্রাজিল ফুটবলের মান অন্যরকম। সুতরাং মেম্ফিস এখনো জাতীয় দলে আসতে পারে। অবশ্যই সেটা ফিটনেস ও নৈপুণ্যের ওপর নির্ভর করছে।’

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

ইউরোপ ছেড়ে ব্রাজিলে নেদারল্যান্ডস তারকা ডিপাই

প্রকাশিত : ১২:০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

পেট্রো ডলারের মোহে ইউরোপ ছেড়ে ফুটবলাররা ছুটছেন সৌদি আরবে। উল্টো পথ ধরলেন মেম্ফিস দিপাই। মাত্র ৩০ বছর বয়সে ডাচ স্ট্রাইকার ইউরোপ ছেড়ে পাড়ি জমালেন লাতিন আমেরিকায়—যোগ দিয়েছেন ব্রাজিলের ক্লাব কারিন্থিয়ান্সে।

 

স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ক্লাব খুঁজছিলেন দিপাই। সম্ভাব্য গন্তব্য হিসেবে সৌদি আরবের বিভিন্ন ক্লাবের নামও শোনা গেছে। কিন্তু শেষ পর্যন্ত ব্রাজিলের ক্লাব কারিন্থিয়ান্সকে বেছে নিলেন ডাচ ফুটবলার।

 

 

ক্লাবটির সঙ্গে চুক্তির আর্থিক বিষয়াদি অবশ্য কোনো পক্ষই প্রকাশ করেনি। বিভিন্ন গণমাধ্যমের দাবি, ১ কোটি ২৫ লাখ ডলারের চুক্তিতে ব্রাজিলের ক্লাবটিতে নাম লেখালেন মেম্ফিস দিপাই।

 

ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনের যুব প্রকল্প দিয়ে উঠে আসা। সিনিয়র দলে প্রমোশনের পর ২০১৫ সালে যোগ দেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। পরে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁও, স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এবং অ্যাতলেটিকো মাদ্রিদ ঘুরে পরবর্তী গন্তব্য হিসেবে করিন্থিয়ান্সকে বেছে নিলেন ডাচ উইঙ্গার।

 

 

১১ বছরে জাতীয় দলের জার্সিতে ৯৮ ম্যাচে ৪৬ গোল করা দিপাইকে নেশন্স লিগের দলে রাখেননি কোচ রোনাল্ড কুম্যান। ইউরোপ ছেড়ে লাতিন আমেরিকা পাড়ি জমানোর পর এ ফুটবলার আদৌ জাতীয় দলে ফিরতে পারবেন কি না, এ নিয়ে সন্দেহ রয়েছে।

 

ব্রাজিলের শীর্ষ লিগের ক্লাবটিতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারলে সুযোগ পাওয়ার কথা এ ফরোয়ার্ডের। শিষ্যর জন্য দুয়ার অবশ্য উন্মুক্ত করেছেন রোনাল্ড কুম্যান।

 

 

সম্প্রতি আয়াক্স ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদে পাড়ি জমান স্টিভেন বার্গভিজন।

 

সৌদি আরবে পাড়ি জমানোর পর ডাচ দল থেকেও বাদ পড়েন এ উইঙ্গার। এ প্রসঙ্গ টেনে কুম্যান বলেছেন, ‘স্টিভেন বার্গভিজনের সৌদি আরবে যাওয়াটা মানতে পারিনি। মেম্ফিসের বিষয়টি অবশ্য ভিন্ন। সৌদির তুলনায় ব্রাজিল ফুটবলের মান অন্যরকম। সুতরাং মেম্ফিস এখনো জাতীয় দলে আসতে পারে। অবশ্যই সেটা ফিটনেস ও নৈপুণ্যের ওপর নির্ভর করছে।’