বাংলাদেশ দলের উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আঙুলে ইনজুরি পাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে খেলতে পারবেন না।
বুধবার শারজায় সিরিজের প্রথম ম্যাচে আঙুলে আঘাত পাওয়ার পর তার এই ছিটকে যাওয়ার খবরটি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ দলের ফিজিও দিলোয়ার হোসেন জানান, ‘আফগানিস্তানের ইনিংসের শেষের দিকে মুশফিকের বাম হাতের তর্জনী আঙুলের ডগায় আঘাত লাগে। ম্যাচ শেষে এক্স-রে করানো হয়, যা তার তর্জনীর ডিপ জয়েন্টের কাছের হাড়ে একটি ফ্র্যাকচার নিশ্চিত করেছে।
বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে, এবং দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচে তাকে পাওয়া যাবে না। তার ইনজুরির বিষয়ে পরবর্তী আপডেট এবং পুনরুদ্ধার সময় সম্পর্কে আরও তথ্য শীঘ্রই জানানো হবে।’
প্রথম ম্যাচে পরাজয়ের পর বাংলাদেশ সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ আগামী ৯ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে।