ঢাকা , সোমবার, ১১ নভেম্বর ২০২৪

ইন্দোনেশিয়ায় আইফোন ১৬-এর বিক্রি নিষিদ্ধ

ইন্দোনেশিয়ার সরকার জনপ্রিয় টেক জায়ান্ট অ্যাপল কোম্পানির সর্বশেষ মোবাইল ফোন আইফোন ১৬-এর বেচা-বিক্রি নিষিদ্ধ করেছে। সরকার বলছে, প্রচলিত আইন না মানায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সোমবার (২৮ অক্টোবর) রাজধানী জাকার্তায় এক সংবাদ সম্মেলনে দেশটির শিল্প মন্ত্রণালয়ের মুখপাত্র ফেব্রি হেন্দ্রি অ্যান্টনি আরিফ এ তথ্য জানান।

 

 

তিনি বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ইন্দোনেশিয়ার কোথাও আইফোন ১৬-এর বেচা-বিক্রি বা কোনো প্রকার মার্কেটিং চলবে না।’

 

অ্যান্টনি আরিফ আরও বলেন, ‘ইন্দোনেশিয়ায় এই ফোনের মার্কেটিং করতে হলে যে ছাড়পত্র প্রয়োজন, তা অ্যাপল ইন্দোনেশিয়াকে দেওয়া হয়নি। কারণ, অ্যাপল ইন্দোনেশিয়া দেশের প্রচলিত আইন মানেনি।’

 

ইন্দোনেশিয়ার আইন অনুযায়ী, বিদেশি কোম্পানিকে তাদের পণ্য দেশটিতে বিক্রি করতে হলে প্রস্তুতির ক্ষেত্রে অন্তত ৪০ শতাংশ যন্ত্রাংশ স্থানীয় কোম্পানির কাছ থেকে কিনতে হয়।

 

 

তবে, সরকারি তথ্য অনুযায়ী, আইফোন ১৬ প্রস্তুতির ক্ষেত্রে এই নিয়ম মানেনি অ্যাপল ইন্দোনেশিয়া। অ্যাপলের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলে নিষিদ্ধের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তারা।

 

উল্লেখ্য, ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র, যেখানে ২৮ কোটি মানুষের বসবাস। এই জনসংখ্যার একটি বড় অংশ প্রযুক্তিপ্রেমী এবং নতুন গেজেটের প্রতি তাদের আকর্ষণ রয়েছে। দেশে বর্তমানে শত শত কোম্পানি বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রযুক্তিগত পণ্যের যন্ত্রাংশ প্রস্তুত করে।

 

অ্যাপল ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় শাখা খুললেও এখানে এখনও কোনো আইফোন বা অন্য কোনো ফোন ম্যানুফ্যাকচারিংয়ের কাজ শুরু হয়নি। বরং অ্যাপল ইন্দোনেশিয়া সরকারের সঙ্গে মধ্যস্থতা ও পণ্যের বিজ্ঞাপন সংক্রান্ত কাজ দেখভাল করে আসছে।

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

ইন্দোনেশিয়ায় আইফোন ১৬-এর বিক্রি নিষিদ্ধ

প্রকাশিত : ০৮:১৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

ইন্দোনেশিয়ার সরকার জনপ্রিয় টেক জায়ান্ট অ্যাপল কোম্পানির সর্বশেষ মোবাইল ফোন আইফোন ১৬-এর বেচা-বিক্রি নিষিদ্ধ করেছে। সরকার বলছে, প্রচলিত আইন না মানায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সোমবার (২৮ অক্টোবর) রাজধানী জাকার্তায় এক সংবাদ সম্মেলনে দেশটির শিল্প মন্ত্রণালয়ের মুখপাত্র ফেব্রি হেন্দ্রি অ্যান্টনি আরিফ এ তথ্য জানান।

 

 

তিনি বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ইন্দোনেশিয়ার কোথাও আইফোন ১৬-এর বেচা-বিক্রি বা কোনো প্রকার মার্কেটিং চলবে না।’

 

অ্যান্টনি আরিফ আরও বলেন, ‘ইন্দোনেশিয়ায় এই ফোনের মার্কেটিং করতে হলে যে ছাড়পত্র প্রয়োজন, তা অ্যাপল ইন্দোনেশিয়াকে দেওয়া হয়নি। কারণ, অ্যাপল ইন্দোনেশিয়া দেশের প্রচলিত আইন মানেনি।’

 

ইন্দোনেশিয়ার আইন অনুযায়ী, বিদেশি কোম্পানিকে তাদের পণ্য দেশটিতে বিক্রি করতে হলে প্রস্তুতির ক্ষেত্রে অন্তত ৪০ শতাংশ যন্ত্রাংশ স্থানীয় কোম্পানির কাছ থেকে কিনতে হয়।

 

 

তবে, সরকারি তথ্য অনুযায়ী, আইফোন ১৬ প্রস্তুতির ক্ষেত্রে এই নিয়ম মানেনি অ্যাপল ইন্দোনেশিয়া। অ্যাপলের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলে নিষিদ্ধের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তারা।

 

উল্লেখ্য, ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র, যেখানে ২৮ কোটি মানুষের বসবাস। এই জনসংখ্যার একটি বড় অংশ প্রযুক্তিপ্রেমী এবং নতুন গেজেটের প্রতি তাদের আকর্ষণ রয়েছে। দেশে বর্তমানে শত শত কোম্পানি বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রযুক্তিগত পণ্যের যন্ত্রাংশ প্রস্তুত করে।

 

অ্যাপল ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় শাখা খুললেও এখানে এখনও কোনো আইফোন বা অন্য কোনো ফোন ম্যানুফ্যাকচারিংয়ের কাজ শুরু হয়নি। বরং অ্যাপল ইন্দোনেশিয়া সরকারের সঙ্গে মধ্যস্থতা ও পণ্যের বিজ্ঞাপন সংক্রান্ত কাজ দেখভাল করে আসছে।