ঢাকা , শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

এবার দুর্ধর্ষ রূপে জেসিকা আলবা

হলিউড অভিনেত্রী জেসিকা আলবা। বড় পর্দায় সুপারহিরো ও অ্যাকশনধর্মী সিনেমায় অভিনয় করে হয়েছেন প্রশংসিত। তৈরি করেছেন নিজের আলাদা কিছু দর্শক। তাই তার সিনেমা মানেই যেন ভক্তদের কাছে ভরপুর অ্যাকশন।

 

 

কিন্তু এবার বড় পর্দায় নয়, প্রথমবারের মতো দুর্ধর্ষ রূপে হাজির হচ্ছেন ছোট পর্দায়। প্রথমবারের মতো অভিনয় করেছেন ওয়েব ফিল্মে। নাম ট্রিগার ওয়ার্নিং। এটি পরিচালনা করবেন মৌলি সুরি। খবর আইএমডির।

 

 

নেটফ্লিক্সে আসছে ২১ জুন ওয়েব ফিল্মটি মুক্তি দেওয়া হবে। এতে জেসিকা আলবা একজন দক্ষ স্পেশাল ফোর্সের কমান্ডোর চরিত্রে অভিনয় করবেন। কিন্তু চাকরিতে থাকাকালে হঠাৎ তার বাবার মৃত্যুর সংবাদ আসে। এরপর বাবার রেখে যাওয়া একটি মদের বারের দায়িত্ব নেন তিনি।

 

 

চাকরি ছেড়ে চলে আসেন নিজ শহরে। জানতে পারেন তার বাবাকে হত্যা করা হয়েছে। বাবার খুনের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠেন আলবা। এরপরই খুনের সঙ্গে জড়িত এক গ্যাংয়ের সঙ্গে শুরু হয় তার যুদ্ধ। এভাবেই এগিয়েছে ওয়েব ফিল্মটির গল্প। এরই মধ্যে ট্রেলারে দুর্ধর্ষ রূপে ধরা দিয়েছেন এ অভিনেত্রী।

 

 

ট্রিগার ওয়ার্নিং ওয়েব ফিল্মে জেসিকা ছাড়াও হলিউডের একঝাঁক তারকা অভিনয় করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য মার্ক ওয়েবার, অ্যান্থনি মিচেল হল, টন বেল, জ্যাক ওয়েরি, গ্যাব্রিয়াল ব্যাসো, কাইও লেমান, নাদিভ মলচো, পিটার মুনরো, জেমস ক্যাডি, স্টিফেন জোনস, কেইল পটার ও হ্যারি ডিলন।

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

এবার দুর্ধর্ষ রূপে জেসিকা আলবা

প্রকাশিত : ১০:২১:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪

হলিউড অভিনেত্রী জেসিকা আলবা। বড় পর্দায় সুপারহিরো ও অ্যাকশনধর্মী সিনেমায় অভিনয় করে হয়েছেন প্রশংসিত। তৈরি করেছেন নিজের আলাদা কিছু দর্শক। তাই তার সিনেমা মানেই যেন ভক্তদের কাছে ভরপুর অ্যাকশন।

 

 

কিন্তু এবার বড় পর্দায় নয়, প্রথমবারের মতো দুর্ধর্ষ রূপে হাজির হচ্ছেন ছোট পর্দায়। প্রথমবারের মতো অভিনয় করেছেন ওয়েব ফিল্মে। নাম ট্রিগার ওয়ার্নিং। এটি পরিচালনা করবেন মৌলি সুরি। খবর আইএমডির।

 

 

নেটফ্লিক্সে আসছে ২১ জুন ওয়েব ফিল্মটি মুক্তি দেওয়া হবে। এতে জেসিকা আলবা একজন দক্ষ স্পেশাল ফোর্সের কমান্ডোর চরিত্রে অভিনয় করবেন। কিন্তু চাকরিতে থাকাকালে হঠাৎ তার বাবার মৃত্যুর সংবাদ আসে। এরপর বাবার রেখে যাওয়া একটি মদের বারের দায়িত্ব নেন তিনি।

 

 

চাকরি ছেড়ে চলে আসেন নিজ শহরে। জানতে পারেন তার বাবাকে হত্যা করা হয়েছে। বাবার খুনের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠেন আলবা। এরপরই খুনের সঙ্গে জড়িত এক গ্যাংয়ের সঙ্গে শুরু হয় তার যুদ্ধ। এভাবেই এগিয়েছে ওয়েব ফিল্মটির গল্প। এরই মধ্যে ট্রেলারে দুর্ধর্ষ রূপে ধরা দিয়েছেন এ অভিনেত্রী।

 

 

ট্রিগার ওয়ার্নিং ওয়েব ফিল্মে জেসিকা ছাড়াও হলিউডের একঝাঁক তারকা অভিনয় করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য মার্ক ওয়েবার, অ্যান্থনি মিচেল হল, টন বেল, জ্যাক ওয়েরি, গ্যাব্রিয়াল ব্যাসো, কাইও লেমান, নাদিভ মলচো, পিটার মুনরো, জেমস ক্যাডি, স্টিফেন জোনস, কেইল পটার ও হ্যারি ডিলন।