ঢাকা , রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

ক্রিস্টিয়ানো রোনালদোর আরও এক বিশ্বরেকর্ড

আগের ম্যাচে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করা ক্রিশ্চিয়ানো রোনালদোকে স্কটল্যান্ডের বিপক্ষে বেঞ্চে রাখেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। তবে স্কট ম্যাকটমিনের গোলে পিছিয়ে পড়ে পর্তুগিজরা।

 

দ্বিতীয়ার্ধে সিআরসেভেনকে মাঠে নামান বেলজিয়ান কোচ। এতে গতি বাড়ে পর্তুগালের খেলায়। ম্যাচের ৫৩ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে সমতায় ফেরে পর্তুগাল।

 

 

এরপর ম্যাচের ৮৮ মিনিটে জয়সূচক গোল করে সুপাবসাব বনে যান রোনালদো। এতে উয়েফা নেশন্স লিগে স্কটল্যান্ডকে ২-১ গোলে হারায় পর্তুগাল।

 

আগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ক্যারিয়ারের ৯০০তম গোলটি করেন রোনালদো। ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে এ কীর্তি গড়েন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোলে আরও একটি কীর্তি গড়েন তিনি।

 

 

আন্তর্জাতিক ফুটবলে তার গোল এখন ১৩২। বর্তমানে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। এ গোলের সুবাদে আরও এক নতুন বিশ্বরেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

 

 

জাতীয় দলের হিসেবে ৪৮তম প্রতিপক্ষের বিপক্ষে গোল করেন পর্তুগিজ কিংবদন্তি। এ নজির নেই আর কোনো ফুটবলারের। গোল উৎসবের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি। একই সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘দুটি খেলা, দুটি জয়, সমর্থনের জন্য ধন্যবাদ, পর্তুগাল!’

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

ক্রিস্টিয়ানো রোনালদোর আরও এক বিশ্বরেকর্ড

প্রকাশিত : ০১:৩১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

আগের ম্যাচে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করা ক্রিশ্চিয়ানো রোনালদোকে স্কটল্যান্ডের বিপক্ষে বেঞ্চে রাখেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। তবে স্কট ম্যাকটমিনের গোলে পিছিয়ে পড়ে পর্তুগিজরা।

 

দ্বিতীয়ার্ধে সিআরসেভেনকে মাঠে নামান বেলজিয়ান কোচ। এতে গতি বাড়ে পর্তুগালের খেলায়। ম্যাচের ৫৩ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে সমতায় ফেরে পর্তুগাল।

 

 

এরপর ম্যাচের ৮৮ মিনিটে জয়সূচক গোল করে সুপাবসাব বনে যান রোনালদো। এতে উয়েফা নেশন্স লিগে স্কটল্যান্ডকে ২-১ গোলে হারায় পর্তুগাল।

 

আগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ক্যারিয়ারের ৯০০তম গোলটি করেন রোনালদো। ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে এ কীর্তি গড়েন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোলে আরও একটি কীর্তি গড়েন তিনি।

 

 

আন্তর্জাতিক ফুটবলে তার গোল এখন ১৩২। বর্তমানে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। এ গোলের সুবাদে আরও এক নতুন বিশ্বরেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

 

 

জাতীয় দলের হিসেবে ৪৮তম প্রতিপক্ষের বিপক্ষে গোল করেন পর্তুগিজ কিংবদন্তি। এ নজির নেই আর কোনো ফুটবলারের। গোল উৎসবের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি। একই সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘দুটি খেলা, দুটি জয়, সমর্থনের জন্য ধন্যবাদ, পর্তুগাল!’