ঢাকা , শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

গাইতে গাইতেই নিলেন পৃথিবী থেকে বিদায়

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১২:২১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • ৪৭

মার্কিন র‍্যাপার ফ্যাটম্যান স্কুপ। সংগীতের সঙ্গে তিনি দীর্ঘ সময় ধরে জড়িয়ে আছেন। জীবনের শেষ সময়েও সংগীতের সঙ্গে ছিলেন তিনি।

 

তাই তো গানের মঞ্চ থেকেই পৃথিবীর বুক থেকে বিদায় নিলেন এই র‍্যাপার। খবর : ডেইলি মেইল

 

 

শুক্রবার কনসার্ট চলাকালীন যুক্তরাষ্ট্রের হামদের টাউন সেন্টার পার্কে স্টেজ ভেঙে পড়ে মৃত্যু হয় তার। ৫৩ বছর বয়সী মার্কিন এই র‌্যাপার শো চলাকালীন মঞ্চ ভেঙে পড়ে মারাত্মক আহত হন।

 

এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

প্রতিবেদনে বলা হয়, কনসার্টে ফ্যাটম্যান তার শোয়ের প্রায় অর্ধেক সময় শেষ করেছিলেন। এরপরই হঠাৎ স্টেজ ভেঙে পড়ে। এরপর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মার্কিন সংগীত জগতে।

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

গাইতে গাইতেই নিলেন পৃথিবী থেকে বিদায়

প্রকাশিত : ১২:২১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪

মার্কিন র‍্যাপার ফ্যাটম্যান স্কুপ। সংগীতের সঙ্গে তিনি দীর্ঘ সময় ধরে জড়িয়ে আছেন। জীবনের শেষ সময়েও সংগীতের সঙ্গে ছিলেন তিনি।

 

তাই তো গানের মঞ্চ থেকেই পৃথিবীর বুক থেকে বিদায় নিলেন এই র‍্যাপার। খবর : ডেইলি মেইল

 

 

শুক্রবার কনসার্ট চলাকালীন যুক্তরাষ্ট্রের হামদের টাউন সেন্টার পার্কে স্টেজ ভেঙে পড়ে মৃত্যু হয় তার। ৫৩ বছর বয়সী মার্কিন এই র‌্যাপার শো চলাকালীন মঞ্চ ভেঙে পড়ে মারাত্মক আহত হন।

 

এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

প্রতিবেদনে বলা হয়, কনসার্টে ফ্যাটম্যান তার শোয়ের প্রায় অর্ধেক সময় শেষ করেছিলেন। এরপরই হঠাৎ স্টেজ ভেঙে পড়ে। এরপর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মার্কিন সংগীত জগতে।