ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পটুয়াখালী জেলা পরিদর্শনে যাবে বিএনপি

সম্প্রতি দেশের উপকূলীয় অঞ্চলে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘রিমাল’-এর প্রবল আঘাতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৪০ লাখের কাছাকাছি মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, এক লাখ ৫০ হাজারের অধিক ঘরবাড়ি বিধ্বস্ত, গবাদি পশুসহ অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি এবং দুর্গত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

 

 

আগামী বুধবার (৫ জুন) পটুয়াখালী জেলার উপকূলীয় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

 

 

সোমবার (৩ জুন) দলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে, এক সভা অনুষ্ঠিত হয়।

 

 

সভায় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ও পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

 

 

সভায় সর্বসম্মতিক্রমে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের নেতৃত্বে উল্লিখিত নেতারা আগামী বুধবার উপকূলীয় এলাকা পরিদর্শনের জন্য পটুয়াখালীর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পটুয়াখালী জেলা পরিদর্শনে যাবে বিএনপি

প্রকাশিত : ০১:২১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪

সম্প্রতি দেশের উপকূলীয় অঞ্চলে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘রিমাল’-এর প্রবল আঘাতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৪০ লাখের কাছাকাছি মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, এক লাখ ৫০ হাজারের অধিক ঘরবাড়ি বিধ্বস্ত, গবাদি পশুসহ অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি এবং দুর্গত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

 

 

আগামী বুধবার (৫ জুন) পটুয়াখালী জেলার উপকূলীয় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

 

 

সোমবার (৩ জুন) দলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে, এক সভা অনুষ্ঠিত হয়।

 

 

সভায় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ও পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

 

 

সভায় সর্বসম্মতিক্রমে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের নেতৃত্বে উল্লিখিত নেতারা আগামী বুধবার উপকূলীয় এলাকা পরিদর্শনের জন্য পটুয়াখালীর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।