ঢাকা , মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ ছাত্রলীগ

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় (২৯ মে) পটুয়াখালীর কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবালী উপজেলার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে এক হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। 

 

 

ত্রাণ হিসেবে ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু এবং খাবার স্যালাইন সরবরাহ করা হয়।

 

এসময় ত্রাণ বিতরণ কার্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যান্য নেতৃবৃন্দ। একইসঙ্গে দেশের যেসব উপকূলীয় অঞ্চলসমূহে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হেনেছে সেসব স্থানেও একযোগে বাংলাদেশ ছাত্রলীগের এই ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে।

 

 

এ বিষয়ে বাংলাদেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ঢাকা পোস্টকে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশের যেকোনো দুর্যোগে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি পর্যায়ক্রমে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ সহযোগিতা পৌঁছানোর। আমাদের এ কার্যক্রম চলবে।

 

 

পাশাপাশি তিনি দেশের হৃদয়বান মানুষগুলোকেও ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

 

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ ছাত্রলীগ

প্রকাশিত : ১১:১৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় (২৯ মে) পটুয়াখালীর কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবালী উপজেলার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে এক হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। 

 

 

ত্রাণ হিসেবে ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু এবং খাবার স্যালাইন সরবরাহ করা হয়।

 

এসময় ত্রাণ বিতরণ কার্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যান্য নেতৃবৃন্দ। একইসঙ্গে দেশের যেসব উপকূলীয় অঞ্চলসমূহে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হেনেছে সেসব স্থানেও একযোগে বাংলাদেশ ছাত্রলীগের এই ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে।

 

 

এ বিষয়ে বাংলাদেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ঢাকা পোস্টকে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশের যেকোনো দুর্যোগে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি পর্যায়ক্রমে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ সহযোগিতা পৌঁছানোর। আমাদের এ কার্যক্রম চলবে।

 

 

পাশাপাশি তিনি দেশের হৃদয়বান মানুষগুলোকেও ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।