ঢাকা , রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

ছাত্র অধিকার পরিষদের দ্বিতীয় কাউন্সিল ২৮ জুন

গণঅধিকার পরিষদের একাংশের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দ্বিতীয় কাউন্সিলের তপশিল ঘোষণা করা হয়েছে।

 

বুধবার (২৯ মে) সন্ধ্যায় রাজধানীর পল্টন মোড় সংলগ্ন আলরাজি কমপ্লেক্সে গণঅধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার আবু হানিফ এই তপশিল ঘোষণা করেন।

 

 

ঘোষিত তপশিল ঘোষণা, খসড়া ভোটার তালিকা প্রকাশ ১ জুন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩ জুন, মনোনয়নপত্র সংগ্রহ ৪-৮ জুন, মনোনয়নপত্র জমাদান ৯-১০ জুন, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১২ জুন, মনোনয়নপত্র সংক্রান্ত অভিযোগ দাখিল ১৩ জুন, অভিযোগের নিষ্পত্তি ১৫ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জুন, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২১ জুন এবং ভোটগ্রহণ ও ফল প্রকাশ ২৮ জুন।

 

 

তপশিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মু. নিজাম উদ্দিন, অ্যাডভোকেট মো. খালিদ হোসেন, মো. খোরশেদ আলম ও সৈয়দ মাহবুবুর রহমান।

 

 

এর আগে, গত ২৪ মে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের তিনজন উপদেষ্টা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্বাচন কমিশন ঘোষণা করা হয়।

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

ছাত্র অধিকার পরিষদের দ্বিতীয় কাউন্সিল ২৮ জুন

প্রকাশিত : ১১:২৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪

গণঅধিকার পরিষদের একাংশের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দ্বিতীয় কাউন্সিলের তপশিল ঘোষণা করা হয়েছে।

 

বুধবার (২৯ মে) সন্ধ্যায় রাজধানীর পল্টন মোড় সংলগ্ন আলরাজি কমপ্লেক্সে গণঅধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার আবু হানিফ এই তপশিল ঘোষণা করেন।

 

 

ঘোষিত তপশিল ঘোষণা, খসড়া ভোটার তালিকা প্রকাশ ১ জুন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩ জুন, মনোনয়নপত্র সংগ্রহ ৪-৮ জুন, মনোনয়নপত্র জমাদান ৯-১০ জুন, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১২ জুন, মনোনয়নপত্র সংক্রান্ত অভিযোগ দাখিল ১৩ জুন, অভিযোগের নিষ্পত্তি ১৫ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জুন, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২১ জুন এবং ভোটগ্রহণ ও ফল প্রকাশ ২৮ জুন।

 

 

তপশিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মু. নিজাম উদ্দিন, অ্যাডভোকেট মো. খালিদ হোসেন, মো. খোরশেদ আলম ও সৈয়দ মাহবুবুর রহমান।

 

 

এর আগে, গত ২৪ মে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের তিনজন উপদেষ্টা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্বাচন কমিশন ঘোষণা করা হয়।