জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে গোসল করতে গিয়ে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুলাই) বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুচর এলাকায় এ ঘটনা ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া চারজন হলেন বালুরচর গ্রামের মো. সবুজের মেয়ে সাদিয়া আক্তার (১৫), মো. আহালুর মেয়ে দিশা মনি (১৮), গোলাপ উদ্দিনের মেয়ে খাদিজা আক্তার (১০) ও মো. বাবুলের স্ত্রী রোকশানারা বেগম (৩০)। তাদের সঙ্গে মারিয়া (১২) নামে এক শিশু গোসলে নামলেও সে বেঁচে যায়। তারা সবাই প্রতিবেশী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তিন শিশু, এক কিশোরী ও এক গৃহবধূ ফসলি জমিতে বন্যার পানিতে গোসল করতে যান। গোসল করার একপর্যায়ে হঠাৎ করেই তারা পানিতে তলিয়ে যেতে থাকেন। দূরে থাকা এক কিশোরী এ দৃশ্য দেশে দৌড়ে বাড়িতে এসে খবর দেন।
খবর পেয়ে লোকজন সেখানে গিয়ে সাদিয়া ও দিশা মনিকে পানিতে ভেসে থাকতে দেখে তাদেরকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এক পর্যায়ে ঘটনাস্থলের কাছেই খাদিজা আক্তার ও রোকশানারা বেগমের মরদেহ ভেসে উঠলে তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যান স্বজনরা।
স্থানীয়রা জানান, সবাই অল্প পানিতেই গোসল করতে নেমেছিল। এভাবে পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা একেবারে আশ্চর্যজনক। এর মধ্যে আগামী শুক্রবার দিশা মনির বিয়ে হওয়ার কথা ছিল।
স্থানীয় ইউপি সদস্য আজাদ আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে চারজনের মৃত্যুর সত্যতা পাই। এমন ঘটনায় নিহতের স্বজনসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মেলান্দহ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহতাব উদ্দিন বলেন, বিকেল ৬টার দিকে সাদিয়া ও দিশা মনিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
এ ব্যাপারে মেলান্দহ থানার ওসি রাজু আহাম্মদ বলেন, রোববার বিকালে বাড়ির পাশে ডুবায় গোসল করতে গিয়ে তাদের মৃত্যু হয়। লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।