ঢাকা , বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

টেস্ট ক্রিকেট থেকে ইমরুল কায়েসের অবসর ঘোষণা

পাঁচ বছর ধরে জাতীয় দলের কোনো সংস্করণেই নেই ইমরুল কায়েস। এবার ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ের লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাঁ হাতি এই ওপেনার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা নিশ্চিত করেছেন।

 

টেস্ট ছাড়ার ঘোষণা দিয়ে ইমরুল বলেন, ‘আমি বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে একটা বিষয় জানাতে চাচ্ছি—আমি খুব শিগগির আমার ক্যারিয়ারের একটা কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি।

 

 

কঠিন সিদ্ধান্তটা কী সেটাও সঙ্গে সঙ্গে জানিয়ে দেন ইমরুল, ‘আমি আগামী ১৬ নভেম্বর আমার টেস্ট ক্রিকেটের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি এবং প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারও শেষ করতে যাচ্ছি।’

 

প্রায় ১৭ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ছিলেন ইমরুল। শেষবেলায় তাই জানালেন, ‘এটা আমার ক্যারিয়ারের আবেগের একটি মুহূর্ত।’ টেস্ট ছাড়লেও বাকি দুই সংস্করণ নিয়ে কোনো কিছু জানাননি তিনি। অর্থাৎ আরও কিছু দিন ঘরোয়া ক্রিকেটের সাদা বলের সংস্করণের টুর্নামেন্টগুলোতে দেখা যেতে পারে ইমরুলকে।

 

 

২০০৮ সালে ১৯ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় ইমরুলের। জাতীয় দলের হয়ে ৩৯টি টেস্টে ৩ সেঞ্চুরিতে ১ হাজার ৭৯৭ রান করেন তিনি। এ ছাড়াও প্রথম শ্রেণিতে এখন পর্যন্ত খেলা ১৩৭ ম্যাচে ২০ সেঞ্চুরিতে করেন ৭ হাজার ৯৩০ রান।

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

জনপ্রিয় সংবাদ

টেস্ট ক্রিকেট থেকে ইমরুল কায়েসের অবসর ঘোষণা

প্রকাশিত : ০৪:১৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

পাঁচ বছর ধরে জাতীয় দলের কোনো সংস্করণেই নেই ইমরুল কায়েস। এবার ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ের লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাঁ হাতি এই ওপেনার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা নিশ্চিত করেছেন।

 

টেস্ট ছাড়ার ঘোষণা দিয়ে ইমরুল বলেন, ‘আমি বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে একটা বিষয় জানাতে চাচ্ছি—আমি খুব শিগগির আমার ক্যারিয়ারের একটা কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি।

 

 

কঠিন সিদ্ধান্তটা কী সেটাও সঙ্গে সঙ্গে জানিয়ে দেন ইমরুল, ‘আমি আগামী ১৬ নভেম্বর আমার টেস্ট ক্রিকেটের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি এবং প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারও শেষ করতে যাচ্ছি।’

 

প্রায় ১৭ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ছিলেন ইমরুল। শেষবেলায় তাই জানালেন, ‘এটা আমার ক্যারিয়ারের আবেগের একটি মুহূর্ত।’ টেস্ট ছাড়লেও বাকি দুই সংস্করণ নিয়ে কোনো কিছু জানাননি তিনি। অর্থাৎ আরও কিছু দিন ঘরোয়া ক্রিকেটের সাদা বলের সংস্করণের টুর্নামেন্টগুলোতে দেখা যেতে পারে ইমরুলকে।

 

 

২০০৮ সালে ১৯ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় ইমরুলের। জাতীয় দলের হয়ে ৩৯টি টেস্টে ৩ সেঞ্চুরিতে ১ হাজার ৭৯৭ রান করেন তিনি। এ ছাড়াও প্রথম শ্রেণিতে এখন পর্যন্ত খেলা ১৩৭ ম্যাচে ২০ সেঞ্চুরিতে করেন ৭ হাজার ৯৩০ রান।