ঢাকা , শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

ঢাকাসহ ৪ বিভাগে আবারও ২ দিনের হিট অ্যালার্ট জারি

Oplus_131072

এপ্রিলের অতিতীব্র তাপপ্রবাহের দহন জ্বালা মে মাসে কিছুটা কম অনুভূত হলেও অস্বস্তিকর ভ্যাপসা গরমে নাজেহাল দেশের মানুষ। আবহাওয়া বার্তায় বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

 

এদিকে শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলসহ রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে আরও দুই দিনের জন্য ‘হিট অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অফিস। এর আগে ১৫ মে দিনের হিট অ্যালার্ট দেয় সংস্থাটি।

 

 

এপ্রিল মাসের টানা তাপপ্রবাহের পর চলতি মে মাসের প্রায় শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হলে তাপপ্রবাহ প্রশমিত হতে থাকে। কিন্তু ১৩ মে সোমবার থেকে ফের বাড়তে শুরু করে তাপপ্রবাহ। এর মধ্যে গত বুধবার সন্ধ্যায় ৪৮ ঘণ্টার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা দেয় আবহাওয়া অফিস।

 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক শুক্রবার বলেন, ‘জলীয় বাষ্পের আধিক্যের কারণে স্বাভাবিক জীবনে অস্বস্তি বিরাজ করছে। আর দেশে এখন পর্যন্ত যে বৃষ্টি হয়েছে, তা স্বাভাবিক। মে মাসের এই তাপমাত্রাও একেবারে অস্বাভাবিক নয়। এই গরমের মধ্যে আশার খবর হচ্ছে, আজ শনিবার থেকে বৃষ্টি বাড়তে পারে। সিলেটের পাশাপাশি ময়মনসিংহের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। আর দুই দিন পর থেকে বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন স্থানে। তখন তাপমাত্রা আবার কমে আসবে।’

 

 

পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে জানিয়ে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক শুক্রবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টায় বার্তায় জানিয়েছেন, এ সময় ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং পরের ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ঝড়বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

 

এ ছাড়া দেশের অন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর বর্ধিত ৫ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

 

সংস্থাটি জানায়, আজ সকাল পর্যন্ত সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

 

আগামীকাল রোববার সকাল ৯টা পর্যন্ত বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চলমান তাপপ্রবাহ পরিস্থিতি দেশের কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

 

 

এ ছাড়া আগামী সোমবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। চলমান তাপপ্রবাহ পরিস্থিতি দেশের অধিকাংশ জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। বর্ধিত পাঁচ দিনে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

ঢাকাসহ ৪ বিভাগে আবারও ২ দিনের হিট অ্যালার্ট জারি

প্রকাশিত : ১০:১৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪

এপ্রিলের অতিতীব্র তাপপ্রবাহের দহন জ্বালা মে মাসে কিছুটা কম অনুভূত হলেও অস্বস্তিকর ভ্যাপসা গরমে নাজেহাল দেশের মানুষ। আবহাওয়া বার্তায় বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

 

এদিকে শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলসহ রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে আরও দুই দিনের জন্য ‘হিট অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অফিস। এর আগে ১৫ মে দিনের হিট অ্যালার্ট দেয় সংস্থাটি।

 

 

এপ্রিল মাসের টানা তাপপ্রবাহের পর চলতি মে মাসের প্রায় শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হলে তাপপ্রবাহ প্রশমিত হতে থাকে। কিন্তু ১৩ মে সোমবার থেকে ফের বাড়তে শুরু করে তাপপ্রবাহ। এর মধ্যে গত বুধবার সন্ধ্যায় ৪৮ ঘণ্টার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা দেয় আবহাওয়া অফিস।

 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক শুক্রবার বলেন, ‘জলীয় বাষ্পের আধিক্যের কারণে স্বাভাবিক জীবনে অস্বস্তি বিরাজ করছে। আর দেশে এখন পর্যন্ত যে বৃষ্টি হয়েছে, তা স্বাভাবিক। মে মাসের এই তাপমাত্রাও একেবারে অস্বাভাবিক নয়। এই গরমের মধ্যে আশার খবর হচ্ছে, আজ শনিবার থেকে বৃষ্টি বাড়তে পারে। সিলেটের পাশাপাশি ময়মনসিংহের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। আর দুই দিন পর থেকে বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন স্থানে। তখন তাপমাত্রা আবার কমে আসবে।’

 

 

পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে জানিয়ে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক শুক্রবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টায় বার্তায় জানিয়েছেন, এ সময় ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং পরের ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ঝড়বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

 

এ ছাড়া দেশের অন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর বর্ধিত ৫ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

 

সংস্থাটি জানায়, আজ সকাল পর্যন্ত সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

 

আগামীকাল রোববার সকাল ৯টা পর্যন্ত বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চলমান তাপপ্রবাহ পরিস্থিতি দেশের কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

 

 

এ ছাড়া আগামী সোমবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। চলমান তাপপ্রবাহ পরিস্থিতি দেশের অধিকাংশ জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। বর্ধিত পাঁচ দিনে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।