ঢাকা , বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

ঢাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত

গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পেনশন সংক্রান্ত (প্রত্যয় স্কিম) প্রজ্ঞাপনকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে আজ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

 

 

একইসঙ্গে দাবি আদায় না হলে আগামীকাল অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের ১০৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কোনো কর্মসূচিতে অংশ না নেওয়া, কোনো ক্লাস-পরীক্ষায় অংশ না নেওয়াসহ সর্বাত্মক কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

 

 

এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের কলাভবন ও কার্জনহল পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠেয় সকল পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কর্তৃপক্ষ।

 

রোববার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্দ্বারা পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, ইতঃপূর্বে ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ০১ জুলাই-২০২৪ তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ও কার্জনহল পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠেয় পরীক্ষাসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হলো।

 

 

উল্লেখ্য, অধিভুক্ত ও উপাদানকল্প কলেজের পরীক্ষাসমূহ পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

ঢাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত

প্রকাশিত : ১০:৪৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪

গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পেনশন সংক্রান্ত (প্রত্যয় স্কিম) প্রজ্ঞাপনকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে আজ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

 

 

একইসঙ্গে দাবি আদায় না হলে আগামীকাল অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের ১০৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কোনো কর্মসূচিতে অংশ না নেওয়া, কোনো ক্লাস-পরীক্ষায় অংশ না নেওয়াসহ সর্বাত্মক কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

 

 

এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের কলাভবন ও কার্জনহল পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠেয় সকল পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কর্তৃপক্ষ।

 

রোববার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্দ্বারা পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, ইতঃপূর্বে ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ০১ জুলাই-২০২৪ তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ও কার্জনহল পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠেয় পরীক্ষাসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হলো।

 

 

উল্লেখ্য, অধিভুক্ত ও উপাদানকল্প কলেজের পরীক্ষাসমূহ পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।