ঢাকা , শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

দীর্ঘ ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে মিরাজ, বাদ সাকিব-সৌম্য

Oplus_131072

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত বাংলাদেশ দল। সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরে পিছিয়ে পড়েছে টাইগাররা। কানপুরে দ্বিতীয় টেস্টে বৃষ্টির বাগড়ার মুখে পড়েছে বাংলাদেশ। টেস্ট সিরিজ শেষে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

 

রবিবার সেই সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল ঘোষণায় বড় চমক দিয়েছে তারা। দীর্ঘ ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ।

 

 

এদিকে দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, সাকিব আল হাসান ও তানভির ইসলাম।

 

সাকিব এই ফরম্যাট থেকে অবসর নেয়ায় তাকে দলে রাখা হয়নি। সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর, গোয়ালিয়রে। ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় এবং ১২ অক্টোবর হায়দরাবাদে মাঠে গড়াবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

 

 

বাংলাদেশ সর্বশেষ ২০ ওভারের ক্রিকেটে খেলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই বিশ্ব আসরে জায়গা পাওয়া বেশিরভাগ ক্রিকেটারই নিজেদের জায়গা ধরে রেখেছেন। দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। হুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমস দিয়ে আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বাদ পেয়েছেন তিনি।

 

যদিও জাতীয় দলের হয়ে এখনও কোনো টি-টোয়েন্টি খেলা হয়নি তার। ভারতের বিপক্ষেই তার সেই আক্ষেপ ফুরাতে পারে। যেহেতু সাকিব আল হাসান নেই তাই বাঁহাতি স্পিনারের শূন্যতা পূরণ করতে রাকিবুলের ওপরই ভরসা করতে পারে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। সর্বশেষ নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলে থাকলেও রাকিবুলের কোনো ম্যাচে খেলার সুযোগ হয়নি।

 

 

বাংলাদেশের টি-টোয়েন্টি দল-

 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

দীর্ঘ ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে মিরাজ, বাদ সাকিব-সৌম্য

প্রকাশিত : ০৮:২৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত বাংলাদেশ দল। সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরে পিছিয়ে পড়েছে টাইগাররা। কানপুরে দ্বিতীয় টেস্টে বৃষ্টির বাগড়ার মুখে পড়েছে বাংলাদেশ। টেস্ট সিরিজ শেষে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

 

রবিবার সেই সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল ঘোষণায় বড় চমক দিয়েছে তারা। দীর্ঘ ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ।

 

 

এদিকে দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, সাকিব আল হাসান ও তানভির ইসলাম।

 

সাকিব এই ফরম্যাট থেকে অবসর নেয়ায় তাকে দলে রাখা হয়নি। সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর, গোয়ালিয়রে। ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় এবং ১২ অক্টোবর হায়দরাবাদে মাঠে গড়াবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

 

 

বাংলাদেশ সর্বশেষ ২০ ওভারের ক্রিকেটে খেলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই বিশ্ব আসরে জায়গা পাওয়া বেশিরভাগ ক্রিকেটারই নিজেদের জায়গা ধরে রেখেছেন। দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। হুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমস দিয়ে আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বাদ পেয়েছেন তিনি।

 

যদিও জাতীয় দলের হয়ে এখনও কোনো টি-টোয়েন্টি খেলা হয়নি তার। ভারতের বিপক্ষেই তার সেই আক্ষেপ ফুরাতে পারে। যেহেতু সাকিব আল হাসান নেই তাই বাঁহাতি স্পিনারের শূন্যতা পূরণ করতে রাকিবুলের ওপরই ভরসা করতে পারে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। সর্বশেষ নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলে থাকলেও রাকিবুলের কোনো ম্যাচে খেলার সুযোগ হয়নি।

 

 

বাংলাদেশের টি-টোয়েন্টি দল-

 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।