ঢাকা , শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

দুদিন পরই ভেঙে গেল সোনার দামের রেকর্ড

দুই দিনের ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম। দেশের ইতিহাসে এবারই সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ হাজার ৫১৭ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার বর্তমান মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৫০১ টাকা।

 

মঙ্গলবার (২০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাসুদুর রহমান এ তথ্য জানান। মাসুদুর রহমান বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান।

 

 

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, দেশের বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সকল বিষয় সমন্বয় করে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। যা আগামীকাল বুধবার (২১ আগস্ট) থেকে কার্যকর করা হবে।

 

 

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং মজুরি ৬ শতাংশ যুক্ত করতে বলা হয়েছে। এ ছাড়াও গহনার ডিজাইনের ওপর মূল্য কমবেশি হতে পারে।

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

দুদিন পরই ভেঙে গেল সোনার দামের রেকর্ড

প্রকাশিত : ১১:৪৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪

দুই দিনের ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম। দেশের ইতিহাসে এবারই সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ হাজার ৫১৭ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার বর্তমান মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৫০১ টাকা।

 

মঙ্গলবার (২০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাসুদুর রহমান এ তথ্য জানান। মাসুদুর রহমান বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান।

 

 

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, দেশের বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সকল বিষয় সমন্বয় করে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। যা আগামীকাল বুধবার (২১ আগস্ট) থেকে কার্যকর করা হবে।

 

 

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং মজুরি ৬ শতাংশ যুক্ত করতে বলা হয়েছে। এ ছাড়াও গহনার ডিজাইনের ওপর মূল্য কমবেশি হতে পারে।