ঢাকাই ছবির আলোচিত নায়িকা বিদ্যা সিনহা মিমকে ফুরফুরে মেজাজে দেখা গেল। ‘পরাণ’খ্যাত এই মুহূর্তে মুম্বাইয়ে অবস্থান করছেন।
শনিবার দুপুরে (১৯ অক্টোবর) জুহু সমুদ্র সৈকতে দাঁড়িয়ে বেশ কিছু হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেছেন এই সুন্দরী।
ফেসবুকে নিয়মিত নানা মুহূর্তের ছবি পোস্ট করে থাকেন মিম। সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে মুম্বাই গিয়েছেন এমনটাই জানালেন মিম।
আর সেখানে শুটিং শেষে আসছে ২৬ অক্টোবর দেশে ফিরবেন তিনি। এদিকে মিমের ছবির কমেন্টস বক্সে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন ভক্তরা।
এদিকে ‘দিগন্তে ফুলের আগুন’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন মিম। এটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। ২০২৩ সালের সেপ্টেম্বরে সিনেমার শুটিং শুরু হয়। শহীদজায়া পান্না কায়সারের জীবন অবলম্বনে নির্মাণ হচ্ছে সিনেমাটি।
এতে পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন মিম। অন্যদিকে শহীদুল্লাহ কায়সারের চরিত্রে তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা মোস্তফা মনওয়ার।
মিমের ‘দিগন্তে ফুলের আগুন’ ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত। সিনেমাটি প্রযোজনা করছেন শহীদুল্লা কায়সার ও পান্না কায়সার দম্পতির মেয়ে শমী কায়সার।