ঢাকা , বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

বাঁশখালীতে ৪ হাজার মানুষের মাঝে গাছের চারা বিতরণ

আমার উপজেলা, আমার বাড়ি, সবুজ সুন্দর পরিবেশ গড়ি’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে ৪ হাজার ফলজ ও বনজ গাছের বিতরণ করা হয়েছে।

 

 

মঙ্গলবার (১৮ জুন) দুপুর ১টায় বাঁশখালী উপজেলা সদর ও বৈলছড়ি গার্লস কলেজ মাঠে বাঁশখালীর বিভিন্ন সামাজিক সংগঠন ও দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে অধ্যয়নরত বাঁশখালীর শিক্ষার্থীদের মাঝে এসব ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

 

 

এ সময় ঢাকা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি’র বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী, সমাজসেবক ওয়াহেদ হায়দার চৌধুরী, সাংবাদিক রিয়াদুল ইসলাম রিয়াদ উপস্থিত ছিলেন।’

 

 

এ সময় অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী বলেন, ‘আমার উপজেলা, আমার বাড়ি, সবুজ সুন্দর পরিবেশ গড়ি’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালীর বিভিন্ন সামাজিক সংগঠন ও দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে অধ্যয়নরত বাঁশখালীর শিক্ষার্থীদের মাঝে ৪ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে বাঁশখালীতে আরও গাছের চারা বিতরণ ও রোপণ করা হবে।’

 

 

 

তিনি আরও বলেন, ‘জলবায়ুর বিরূপ প্রভাবে বাংলাদেশ আজ হুমকির মুখে। এ থেকে পরিত্রাণ পেতে অবশ্যই সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। নিজে গাছ লাগানোর পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করতে হবে।’

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

বাঁশখালীতে ৪ হাজার মানুষের মাঝে গাছের চারা বিতরণ

প্রকাশিত : ১০:৩২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪

আমার উপজেলা, আমার বাড়ি, সবুজ সুন্দর পরিবেশ গড়ি’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে ৪ হাজার ফলজ ও বনজ গাছের বিতরণ করা হয়েছে।

 

 

মঙ্গলবার (১৮ জুন) দুপুর ১টায় বাঁশখালী উপজেলা সদর ও বৈলছড়ি গার্লস কলেজ মাঠে বাঁশখালীর বিভিন্ন সামাজিক সংগঠন ও দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে অধ্যয়নরত বাঁশখালীর শিক্ষার্থীদের মাঝে এসব ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

 

 

এ সময় ঢাকা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি’র বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী, সমাজসেবক ওয়াহেদ হায়দার চৌধুরী, সাংবাদিক রিয়াদুল ইসলাম রিয়াদ উপস্থিত ছিলেন।’

 

 

এ সময় অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী বলেন, ‘আমার উপজেলা, আমার বাড়ি, সবুজ সুন্দর পরিবেশ গড়ি’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালীর বিভিন্ন সামাজিক সংগঠন ও দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে অধ্যয়নরত বাঁশখালীর শিক্ষার্থীদের মাঝে ৪ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে বাঁশখালীতে আরও গাছের চারা বিতরণ ও রোপণ করা হবে।’

 

 

 

তিনি আরও বলেন, ‘জলবায়ুর বিরূপ প্রভাবে বাংলাদেশ আজ হুমকির মুখে। এ থেকে পরিত্রাণ পেতে অবশ্যই সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। নিজে গাছ লাগানোর পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করতে হবে।’