ঢাকা , শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

বাঁশখালী পৌরসভার ১০০ কোটি টাকার বাজেট ঘোষণা

Oplus_131072

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

 

বুধবার (৩১ জুলাই) বেলা ১২ টায় পৌরসভা কার্যালয়ে গণমাধ্যমকর্মী, কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাদের উপস্থিতিতে এ বাজেট পেশ করেন বাঁশখালী পৌরসভার মেয়র অ্যাডভোকেট এস.এম তোফাইল বিন হোসাইন।

 

 

এ সময় বাঁশখালী পৌরসভার রাজস্ব বাজেট পারম্ভিক স্থিতি, উন্নয়ন বাজেটসহ সবমিলিয়ে আগামী অর্থ বছরের জন্য উন্নয়ন বাজেট ৮৭ কোটি ৩০ লক্ষ টাকা, রাজস্ব ১২ কোটি ৭০ লক্ষ ৪২ হাজার টাকা। সর্বমোট ১০০ কোটি ৪২ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়।

 

 

বাজেট অনুষ্ঠানে পৌর মেয়র অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইনের সভাপতিত্বে, আরও উপস্থিত ছিলেন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, কাউন্সিলর রোজিয়া সোলতানা রোজি, প্রণব কুমার দাস, কাঞ্চন কুমার বড়ুয়া, হিসাব রক্ষক কর্মকর্তা মো. আবু সুফিয়ান ভূঁইয়া, কাউন্সিলর বদিউল আলম, জামশেদ আলম, মো. ইসহাক, মহিলা কাউন্সিলর সাদেকা নুর খানম বিউটি, রুজিনা আক্তার, আলহাজ্ব আনছুর আলী, আরিফ মাইনুদ্দীন, মো. আক্তার হোসেন, আবদুল গফুর প্রমুখ।

 

 

এ সময় পৌর মেয়র অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইন বলেন, ‘সকল প্রতিবন্ধকতা মোকাবিলা করে বাঁশখালী পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে আমরা আগামী অর্থ বছরের জন্য ১০০ কোটি টাকার বাজেট ঘোষণা করতে পেরে আনন্দিত। এই বাজেট বাস্তবায়ন করার জন্য আমি পৌরবাসীসহ সকলের সহযোগিতা চাই।’ এ বাজেটের মাধ্যমে বাঁশখালী পৌরসভার সকাল ওয়ার্ডের উন্নয়ন ও পৌরবাসীর কল্যাণ সাধিত হবে।

 

 

তিনি আরও বলেন, ‘আমি মেয়র নির্বাচিত হওয়ার পর গত দুই বছরের মধ্যে বাঁশখালী পৌরসভার প্রায় ৫০ টি ছোট বড় সড়কে আরসিসি ঢালাই ও ব্রিক সলিং করেছি। উন্নয়নের জন্য মনপ্রাণ দিয়ে কাজ করেছি। বাকি প্রত্যেকটি সড়ক উন্নয়নের বরাদ্দ মঞ্জুর হয়েছে। পৌরবাসীর কাছে আমার দেওয়া অঙ্গিকার বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।’

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

বাঁশখালী পৌরসভার ১০০ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত : ০১:০০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

 

বুধবার (৩১ জুলাই) বেলা ১২ টায় পৌরসভা কার্যালয়ে গণমাধ্যমকর্মী, কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাদের উপস্থিতিতে এ বাজেট পেশ করেন বাঁশখালী পৌরসভার মেয়র অ্যাডভোকেট এস.এম তোফাইল বিন হোসাইন।

 

 

এ সময় বাঁশখালী পৌরসভার রাজস্ব বাজেট পারম্ভিক স্থিতি, উন্নয়ন বাজেটসহ সবমিলিয়ে আগামী অর্থ বছরের জন্য উন্নয়ন বাজেট ৮৭ কোটি ৩০ লক্ষ টাকা, রাজস্ব ১২ কোটি ৭০ লক্ষ ৪২ হাজার টাকা। সর্বমোট ১০০ কোটি ৪২ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়।

 

 

বাজেট অনুষ্ঠানে পৌর মেয়র অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইনের সভাপতিত্বে, আরও উপস্থিত ছিলেন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, কাউন্সিলর রোজিয়া সোলতানা রোজি, প্রণব কুমার দাস, কাঞ্চন কুমার বড়ুয়া, হিসাব রক্ষক কর্মকর্তা মো. আবু সুফিয়ান ভূঁইয়া, কাউন্সিলর বদিউল আলম, জামশেদ আলম, মো. ইসহাক, মহিলা কাউন্সিলর সাদেকা নুর খানম বিউটি, রুজিনা আক্তার, আলহাজ্ব আনছুর আলী, আরিফ মাইনুদ্দীন, মো. আক্তার হোসেন, আবদুল গফুর প্রমুখ।

 

 

এ সময় পৌর মেয়র অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইন বলেন, ‘সকল প্রতিবন্ধকতা মোকাবিলা করে বাঁশখালী পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে আমরা আগামী অর্থ বছরের জন্য ১০০ কোটি টাকার বাজেট ঘোষণা করতে পেরে আনন্দিত। এই বাজেট বাস্তবায়ন করার জন্য আমি পৌরবাসীসহ সকলের সহযোগিতা চাই।’ এ বাজেটের মাধ্যমে বাঁশখালী পৌরসভার সকাল ওয়ার্ডের উন্নয়ন ও পৌরবাসীর কল্যাণ সাধিত হবে।

 

 

তিনি আরও বলেন, ‘আমি মেয়র নির্বাচিত হওয়ার পর গত দুই বছরের মধ্যে বাঁশখালী পৌরসভার প্রায় ৫০ টি ছোট বড় সড়কে আরসিসি ঢালাই ও ব্রিক সলিং করেছি। উন্নয়নের জন্য মনপ্রাণ দিয়ে কাজ করেছি। বাকি প্রত্যেকটি সড়ক উন্নয়নের বরাদ্দ মঞ্জুর হয়েছে। পৌরবাসীর কাছে আমার দেওয়া অঙ্গিকার বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।’