বাংলাদেশের পর্যটন শহর খ্যাত কক্সবাজারে অবস্থানরত বাঁশখালীয়ানদের নিয়ে বাঁশখালী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় দীর্ঘ দুই বছর পর বাঁশখালী সমিতির কক্সবাজারের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে কক্সবাজার শহরের একটি অভিজাত হোটেলে সমিতির এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সঞ্চালনা করেন সমিতির নব-নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মো: হোসাইন।
ইফতার মাহফিল শেষে সমিতির কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো: জসিম উদ্দিন চৌধুরী। কমিটিতে প্রধান উপদেষ্টা মনোনীত হন কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ।
সভাপতি হিসেবে মনোনীত হন কক্সবাজার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: শাহজাহান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন হোটেল গোল্ডেন হিলের চেয়ারম্যান মো: শাহেদ আলী।
সমিতির অন্যন্যারা হলেন, ‘সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, মো: আকতার জাবেদ, মো: শহিদুল আজম, যুগ্ম সম্পাদক মো: হোসাইন, সুলতান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক দিদারুল ইসলাম, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক তাজুল ইসলাম চৌধুরী পলাশ, শিক্ষা বিষয়ক সম্পাদক মো: আহসান উল্লাহ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইমন চৌধুরী, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মো: নেজাম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশিকুল ইসলাম রানা, মহিলা সম্পাদিকা খালেদা খানম, মানব সম্পাদক ও উন্নয়ন সম্পাদক রায়হান ইবনে সুলতান, ধর্ম বিষয়ক সম্পাদক রেজাউল হক চৌধুরী, যোগাযোগ সম্পাদক শাহেদ হোসাইন চৌধুরী।
সদস্য যথাক্রমে: আরিফুর রহমান, মিশফাক উদ্দিন চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী, আবছার উদ্দিন, জহির উদ্দিন মো: বাবর, মো: গোলাম মোস্তফা, মো: বেলাল, আবদুর রহিম, মঈন উদ্দিন রানা ও হাফেজ মো: শাহনেওয়াজ।
এ সময় কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘কক্সবাজারে শহরে অনেক বাঁশখালীয়ান সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। এছাড়া পর্যটন শহর কক্সবাজারে অনেক ব্যবসায়ী রয়েছে যাঁরা স্ব স্ব অবস্থান থেকে প্রতিষ্ঠিত। কিন্তু, সকলের সাথে পরিচয়, সম্পর্ক তৈরিতে একটি সমিতি খুবই প্রয়োজন ছিল। অবশেষে তা আমরা করতে পেরেছি। এই সমিতি একদিন অনেক বড় হবে, এবং একে অন্যের বিপদে আপদে যে কোন সময় পাশে থাকবে।’