ঢাকা , শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

বিব্রত ওমর সানী, প্রত্যাহার করবেন শিল্পী সমিতির সদস্যপদ 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পরের পরিস্থিতি নিয়ে প্রতিবারই নানা অঘটন ঘটে থাকে। চলে কাদা ছোড়াছুড়ি।

 

এবারও তার ব্যতিক্রম হয়নি। এই পরিস্থিতিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ছাড়তে চাইলেন চিত্রনায়ক ওমর সানী।

 

 

সামাজিকমাধ্যমে এ বিষয়ে জানিয়েছেন এক সময়ের এই জনপ্রিয় নায়ক নিজেই। শিগগিরই সমিতির সভাপতির কাছে চিঠি পাঠাবেন বলেও জানান এই অভিনেতা।

 

 

শনিবার (২৫ মে) ফেসবুকের এক পোস্টে সানী লেখেন, আমি আর শিল্পী সমিতিতে সদস্য হিসেবে থাকতে চাচ্ছি না, আমি কয়েকদিনের মধ্যে প্রেসিডেন্ট সাহেবের কাছে চিঠি পাঠাব। আমার সমস্ত শিল্পীর প্রতি শ্রদ্ধা রইল।

 

তবে কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে কিছু জানাননি ওমর সানী। এর আগেও অবশ্য এসব বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

 

 

এদিকে, কয়েকদিন ধরেই বেশ আলোচনায় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেছেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। এ নিয়ে চলচ্চিত্রাঙ্গনে নানা যুক্তিতর্ক!

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

বিব্রত ওমর সানী, প্রত্যাহার করবেন শিল্পী সমিতির সদস্যপদ 

প্রকাশিত : ১০:২২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পরের পরিস্থিতি নিয়ে প্রতিবারই নানা অঘটন ঘটে থাকে। চলে কাদা ছোড়াছুড়ি।

 

এবারও তার ব্যতিক্রম হয়নি। এই পরিস্থিতিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ছাড়তে চাইলেন চিত্রনায়ক ওমর সানী।

 

 

সামাজিকমাধ্যমে এ বিষয়ে জানিয়েছেন এক সময়ের এই জনপ্রিয় নায়ক নিজেই। শিগগিরই সমিতির সভাপতির কাছে চিঠি পাঠাবেন বলেও জানান এই অভিনেতা।

 

 

শনিবার (২৫ মে) ফেসবুকের এক পোস্টে সানী লেখেন, আমি আর শিল্পী সমিতিতে সদস্য হিসেবে থাকতে চাচ্ছি না, আমি কয়েকদিনের মধ্যে প্রেসিডেন্ট সাহেবের কাছে চিঠি পাঠাব। আমার সমস্ত শিল্পীর প্রতি শ্রদ্ধা রইল।

 

তবে কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে কিছু জানাননি ওমর সানী। এর আগেও অবশ্য এসব বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

 

 

এদিকে, কয়েকদিন ধরেই বেশ আলোচনায় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেছেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। এ নিয়ে চলচ্চিত্রাঙ্গনে নানা যুক্তিতর্ক!