ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

বৃহস্পতিবার ঢাকায় ফিরতে পারেন সাকিব

অবশেষে কি কেটে গেলে সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে ধোঁয়াশা? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটির সূত্রের দাবি আগামী পরশু বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকায় আসতে পারেন সাকিব আল হাসান।

 

ভারত সফর কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে লাল বলের ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলে মিরপুর থেকে বিদায় নেওয়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি।

 

 

তবে হত্যা মামলার আসামী হওয়ায় দেশে আসা-যাওয়ার জন্য নিরাপত্তা চান সাকিব। তৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানিয়ে ছিলেন সাকিবের নিরাপত্তা নিশ্চিত করা তাদের কাজ নয়।

 

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন ক্রিকেটার হিসেবে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। তবে রাজনৈতিক সাকিবের নিরাপত্তা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

 

 

এরপর জল গড়ায় অনেক দূর। ক্রীড়া উপদেষ্টা সাকিবকে তার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস দেন।

 

এরপর থেকে ক্রীড়া উপদেষ্টা বেশ কয়েক দফা গণমাধ্যমে জানান দেশের নাগরিক হিসেবে পূর্ণ নিরাপত্তা রয়েছে সাকিবের। এরপরই দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেন বিশ্ব সেরা অলরাউন্ডার।

 

 

জানা গেছে আগামী বৃহস্পতিবার ঢাকায় ফিরবেন তিনি। এরপর শুক্রবার যোগ দিতে পারেন দলের অনুশীলনে। এর আগে দেশে বাইরে থেকে খেলেন পাকিস্তান ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ।

 

এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে সাকিব আল হাসান বিদায় জানাবেন টেস্ট ক্রিকেটকে।

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

বৃহস্পতিবার ঢাকায় ফিরতে পারেন সাকিব

প্রকাশিত : ১১:০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

অবশেষে কি কেটে গেলে সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে ধোঁয়াশা? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটির সূত্রের দাবি আগামী পরশু বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকায় আসতে পারেন সাকিব আল হাসান।

 

ভারত সফর কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে লাল বলের ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলে মিরপুর থেকে বিদায় নেওয়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি।

 

 

তবে হত্যা মামলার আসামী হওয়ায় দেশে আসা-যাওয়ার জন্য নিরাপত্তা চান সাকিব। তৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানিয়ে ছিলেন সাকিবের নিরাপত্তা নিশ্চিত করা তাদের কাজ নয়।

 

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন ক্রিকেটার হিসেবে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। তবে রাজনৈতিক সাকিবের নিরাপত্তা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

 

 

এরপর জল গড়ায় অনেক দূর। ক্রীড়া উপদেষ্টা সাকিবকে তার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস দেন।

 

এরপর থেকে ক্রীড়া উপদেষ্টা বেশ কয়েক দফা গণমাধ্যমে জানান দেশের নাগরিক হিসেবে পূর্ণ নিরাপত্তা রয়েছে সাকিবের। এরপরই দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেন বিশ্ব সেরা অলরাউন্ডার।

 

 

জানা গেছে আগামী বৃহস্পতিবার ঢাকায় ফিরবেন তিনি। এরপর শুক্রবার যোগ দিতে পারেন দলের অনুশীলনে। এর আগে দেশে বাইরে থেকে খেলেন পাকিস্তান ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ।

 

এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে সাকিব আল হাসান বিদায় জানাবেন টেস্ট ক্রিকেটকে।