ঢাকা , শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

ভোটে দাঁড়িয়েই বাজিমাত বলিউড অভিনেত্রীর

ভারতের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী ও বলিউড ‘কুইন’ কঙ্গনা রানাউত। হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে বিজয়ী হয়েছেন তিনি।

 

মঙ্গলবার (৪ জুন) ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়। কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য ঘেঁটে দেখা যায়, হিমাচলের মান্ডি আসন থেকে বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে ৫ লাখ ৩৭ হাজার ২২ ভোট পেয়ে বিজয়ী হন কঙ্গনা।

 

 

অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিমাচলের ছয়বারের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের ছেলে ও কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিংহ পেয়েছেন ৪ লাখ ৬২ হাজার ২৬৭ ভোট। অর্থাৎ ৭৪ হাজার ৭৫৫ ভোটে বিজয়ী হয়েছেন কঙ্গনা।

 

বিজয়ের পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কঙ্গনা সাংবাদিকদের বলেন, এটি আমার জন্য বিশেষ দিন। প্রার্থী হিসেবে এটা আমার প্রথম নির্বাচন। আমি রাজনীতিতেও প্রথম, এটা আমার প্রথম জয়ও। আমি আমার দলের কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি এবং মাথানত করে ধন্যবাদ জানাই মান্ডির সমস্ত মানুষকে। মান্ডিকন্যা, মান্ডির বোন কঙ্গনাকে এত ভালোবাসা দিয়েছে। মান্ডির সেনা হিসেবে মান্ডিকে রক্ষা করব। মান্ডির উন্নতি নিশ্চিত করব।

 

 

এদিকে কঙ্গনার বিজয়ের খবরে শুভেচ্ছা-শুভকামনা জানাচ্ছেন বলিউড অভিনেতা-অভিনেত্রীরা। কঙ্গনার জয়ের খবর পাওয়ার পরই এক্স হ্যান্ডেলে কঙ্গনাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা অনুপম খের।

 

 

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল শুরু হয় সবচেয়ে ভারতের ভোটের মহাযজ্ঞ। ৭ ধাপের নির্বাচনের শেষ ধাপে ভোটাভুটি হয় ১ জুন। লোকসভার ৫৪৩ আসনের জন্য এবার লড়েছেন ৮ হাজার ৩৬০ জন প্রার্থী। সরকার গঠনে প্রয়োজন কমপক্ষে ২৭২ আসন।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির লাইভ আপডেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯৩টি আসনে। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ২২০টি আসনে।

 

 

দেশটির সংবিধান অনুযায়ী, কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে কমপক্ষে ২৭২টিতে জয় পেতে হবে। ভারতের দুই প্রধান রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেস নির্বাচনে অংশ নিয়েছে জোট গঠন করে।

 

 

এনডিটিভি বুথফেরত জরিপের ফল প্রকাশ করে বলেছে, নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোট এবারের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির চারটি সংবাদমাধ্যম ও সংস্থার বুথফেরত জরিপের ফলে বলা হয়েছে, ক্ষমতাসীন এনডিএ জোট ৫৪৩ আসনের লোকসভার ৩৫০টিরও বেশি আসনে জয় পেতে পারে।

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

ভোটে দাঁড়িয়েই বাজিমাত বলিউড অভিনেত্রীর

প্রকাশিত : ০৭:০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

ভারতের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী ও বলিউড ‘কুইন’ কঙ্গনা রানাউত। হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে বিজয়ী হয়েছেন তিনি।

 

মঙ্গলবার (৪ জুন) ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়। কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য ঘেঁটে দেখা যায়, হিমাচলের মান্ডি আসন থেকে বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে ৫ লাখ ৩৭ হাজার ২২ ভোট পেয়ে বিজয়ী হন কঙ্গনা।

 

 

অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিমাচলের ছয়বারের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের ছেলে ও কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিংহ পেয়েছেন ৪ লাখ ৬২ হাজার ২৬৭ ভোট। অর্থাৎ ৭৪ হাজার ৭৫৫ ভোটে বিজয়ী হয়েছেন কঙ্গনা।

 

বিজয়ের পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কঙ্গনা সাংবাদিকদের বলেন, এটি আমার জন্য বিশেষ দিন। প্রার্থী হিসেবে এটা আমার প্রথম নির্বাচন। আমি রাজনীতিতেও প্রথম, এটা আমার প্রথম জয়ও। আমি আমার দলের কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি এবং মাথানত করে ধন্যবাদ জানাই মান্ডির সমস্ত মানুষকে। মান্ডিকন্যা, মান্ডির বোন কঙ্গনাকে এত ভালোবাসা দিয়েছে। মান্ডির সেনা হিসেবে মান্ডিকে রক্ষা করব। মান্ডির উন্নতি নিশ্চিত করব।

 

 

এদিকে কঙ্গনার বিজয়ের খবরে শুভেচ্ছা-শুভকামনা জানাচ্ছেন বলিউড অভিনেতা-অভিনেত্রীরা। কঙ্গনার জয়ের খবর পাওয়ার পরই এক্স হ্যান্ডেলে কঙ্গনাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা অনুপম খের।

 

 

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল শুরু হয় সবচেয়ে ভারতের ভোটের মহাযজ্ঞ। ৭ ধাপের নির্বাচনের শেষ ধাপে ভোটাভুটি হয় ১ জুন। লোকসভার ৫৪৩ আসনের জন্য এবার লড়েছেন ৮ হাজার ৩৬০ জন প্রার্থী। সরকার গঠনে প্রয়োজন কমপক্ষে ২৭২ আসন।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির লাইভ আপডেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯৩টি আসনে। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ২২০টি আসনে।

 

 

দেশটির সংবিধান অনুযায়ী, কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে কমপক্ষে ২৭২টিতে জয় পেতে হবে। ভারতের দুই প্রধান রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেস নির্বাচনে অংশ নিয়েছে জোট গঠন করে।

 

 

এনডিটিভি বুথফেরত জরিপের ফল প্রকাশ করে বলেছে, নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোট এবারের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির চারটি সংবাদমাধ্যম ও সংস্থার বুথফেরত জরিপের ফলে বলা হয়েছে, ক্ষমতাসীন এনডিএ জোট ৫৪৩ আসনের লোকসভার ৩৫০টিরও বেশি আসনে জয় পেতে পারে।