ঢাকা , সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

মটকা কিংয়ে কৃতিকা কামরা

শুরুটা ছোট পর্দা থেকে। এরপর ডিজিটাল প্ল্যাটফর্ম ও বড় পর্দাতেও কাজ করেছেন তিনি। অভিনয় দিয়ে অর্জন করেছেন নির্মাতাদের আস্থা। তাইতো গল্পনির্ভর সিনেমা ও ওয়েব সিরিজ হলেই পরিচালকদের পছন্দের তালিকায় তিনি থাকেন শীর্ষে। তিনি আর কেউ নয়, তিনি হলেন কৃতিকা কামরা।

 

কৃতিকার হাতে একাধিক ওয়েব সিরিজ রয়েছে। এর মধ্যেই তিনি নাম লিখিয়েছেন আরও একটি নতুন সিরিজে। শিরোনাম ‘মটকা কিং’। এতে তার বিপরীতে অভিনয় করবেন বিজয় ভারমা।

 

 

বিজয়ের সঙ্গে সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কৃতিকে।

 

নতুন প্রোজেক্টে যুক্ত হওয়ার বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি খুবই আনন্দিত এমন একটি কাজে যুক্ত হতে পেরে। এই সিরিজের আমি ছাড়াও আরও দুর্দান্ত কিছু মেধাবী আর্টিস্ট রয়েছেন। যাদের সঙ্গে কাজ করা সত্যি আনন্দের। আর ক্রাইম-থ্রিলার আমার সবসময়ই পছন্দের। আশা করছি অসাধারণ একটি কাজ হবে।’

 

 

সিরিজটি পরিচালনা করবেন বলিউডের জনপ্রিয় নির্মাতা নাগরাজ মঞ্জুলে। এতে বিজয় ভারমা ও কৃতি ছাড়াও আরও অভিনয় করেছেন গুলশান গ্রোভার, সাই তামহানকার, সিদ্ধার্থ জাদব ও ভুপেন্দ্র।

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

মটকা কিংয়ে কৃতিকা কামরা

প্রকাশিত : ০১:১৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪

শুরুটা ছোট পর্দা থেকে। এরপর ডিজিটাল প্ল্যাটফর্ম ও বড় পর্দাতেও কাজ করেছেন তিনি। অভিনয় দিয়ে অর্জন করেছেন নির্মাতাদের আস্থা। তাইতো গল্পনির্ভর সিনেমা ও ওয়েব সিরিজ হলেই পরিচালকদের পছন্দের তালিকায় তিনি থাকেন শীর্ষে। তিনি আর কেউ নয়, তিনি হলেন কৃতিকা কামরা।

 

কৃতিকার হাতে একাধিক ওয়েব সিরিজ রয়েছে। এর মধ্যেই তিনি নাম লিখিয়েছেন আরও একটি নতুন সিরিজে। শিরোনাম ‘মটকা কিং’। এতে তার বিপরীতে অভিনয় করবেন বিজয় ভারমা।

 

 

বিজয়ের সঙ্গে সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কৃতিকে।

 

নতুন প্রোজেক্টে যুক্ত হওয়ার বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি খুবই আনন্দিত এমন একটি কাজে যুক্ত হতে পেরে। এই সিরিজের আমি ছাড়াও আরও দুর্দান্ত কিছু মেধাবী আর্টিস্ট রয়েছেন। যাদের সঙ্গে কাজ করা সত্যি আনন্দের। আর ক্রাইম-থ্রিলার আমার সবসময়ই পছন্দের। আশা করছি অসাধারণ একটি কাজ হবে।’

 

 

সিরিজটি পরিচালনা করবেন বলিউডের জনপ্রিয় নির্মাতা নাগরাজ মঞ্জুলে। এতে বিজয় ভারমা ও কৃতি ছাড়াও আরও অভিনয় করেছেন গুলশান গ্রোভার, সাই তামহানকার, সিদ্ধার্থ জাদব ও ভুপেন্দ্র।