ঢাকা , শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

মুশফিক-মিরাজের দৃঢ়তায় বাংলাদেশের লিড

মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের ব্যাটিং দৃঢ়তায় পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে শতরানের জুটি গড়েছেন দুজন।

 

এর আগে লিটন দাসের সঙ্গে ১১৪ রানের জুটি গড়েছিলেন মুশফিক। এই লিড নেওয়ার পথে ২১ বছর পর পাকিস্তানের মাটিতে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে শতক করেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১১তম শতক।

 

 

এর আগে সাদমান ইসলাম (৯৩), লিটন দাস (৫৬) ও মুমিনুল হকের (৫০) অর্ধশতক করেন।

 

 

চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ১৩৭তম ওভারে লিড পায় টাইগাররা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৪৮ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৪৯৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

 

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

মুশফিক-মিরাজের দৃঢ়তায় বাংলাদেশের লিড

প্রকাশিত : ০৪:০৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের ব্যাটিং দৃঢ়তায় পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে শতরানের জুটি গড়েছেন দুজন।

 

এর আগে লিটন দাসের সঙ্গে ১১৪ রানের জুটি গড়েছিলেন মুশফিক। এই লিড নেওয়ার পথে ২১ বছর পর পাকিস্তানের মাটিতে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে শতক করেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১১তম শতক।

 

 

এর আগে সাদমান ইসলাম (৯৩), লিটন দাস (৫৬) ও মুমিনুল হকের (৫০) অর্ধশতক করেন।

 

 

চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ১৩৭তম ওভারে লিড পায় টাইগাররা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৪৮ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৪৯৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।