ঢাকা , শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

মেঘনায় বরযাত্রীর ট্রলারডুবিতে নিহত ২

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শরীয়তপুরের মেঘনা নদীতে বরযাত্রীর একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে জলি ও সাহানা নামে দুই নারীর মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন বরসহ তিনজন।

 

শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

 

 

নিহত জলি আক্তার (২৩) ও সাহানা আক্তার (৫০) রাজধানী ঢাকার বাসিন্দা। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন বর শান্ত, শাওন ও হৃদয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরযাত্রীর আটজনের একটি দল রাজধানী ঢাকা থেকে গত বৃহস্পতিবার রাতে রওনা করে লঞ্চযোগে সকালে শরীয়তপুরের কোদালপুর ঘাটে আসে। সেখান থেকে একটি ট্রলার ভাড়া নিয়ে মেঘনা নদী পাড়ি দিয়ে মাঝের চরের উদ্দেশ্যে রওনা করেন বরযাত্রীসহ ১১ জন। সকাল সাড়ে ১০টার দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়।

 

 

ট্রলারডুবির পর চালকসহ স্থানীয় তিনজন সাঁতার কেটে ডাঙায় উঠতে পারলেও বরযাত্রীদের কেউ সাঁতার না জানায় তারা উঠতে পারেননি। খবর পেয়ে স্থানীয় জেলে ও পুলিশ পাঁচজনকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক জলি ও সাহানাকে মৃত ঘোষণা করেন।

 

 

উদ্ধার বাকি তিনজনের মধ্যে পারভীন ও সুফিয়া চিকিৎসাধীন থাকলেও সুস্থ রয়েছেন আকাশ। অন্যদিকে নিখোঁজ বাকি তিনজনকে উদ্ধার করতে এখনো কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

 

 

বিষয়টি নিয়ে গোসাইরহাট থানার ওসি পুষ্পেন দেবনাথ বলেন, মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় দুজন নিহত হয়েছেন। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধার করতে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

মেঘনায় বরযাত্রীর ট্রলারডুবিতে নিহত ২

প্রকাশিত : ১১:০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শরীয়তপুরের মেঘনা নদীতে বরযাত্রীর একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে জলি ও সাহানা নামে দুই নারীর মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন বরসহ তিনজন।

 

শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

 

 

নিহত জলি আক্তার (২৩) ও সাহানা আক্তার (৫০) রাজধানী ঢাকার বাসিন্দা। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন বর শান্ত, শাওন ও হৃদয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরযাত্রীর আটজনের একটি দল রাজধানী ঢাকা থেকে গত বৃহস্পতিবার রাতে রওনা করে লঞ্চযোগে সকালে শরীয়তপুরের কোদালপুর ঘাটে আসে। সেখান থেকে একটি ট্রলার ভাড়া নিয়ে মেঘনা নদী পাড়ি দিয়ে মাঝের চরের উদ্দেশ্যে রওনা করেন বরযাত্রীসহ ১১ জন। সকাল সাড়ে ১০টার দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়।

 

 

ট্রলারডুবির পর চালকসহ স্থানীয় তিনজন সাঁতার কেটে ডাঙায় উঠতে পারলেও বরযাত্রীদের কেউ সাঁতার না জানায় তারা উঠতে পারেননি। খবর পেয়ে স্থানীয় জেলে ও পুলিশ পাঁচজনকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক জলি ও সাহানাকে মৃত ঘোষণা করেন।

 

 

উদ্ধার বাকি তিনজনের মধ্যে পারভীন ও সুফিয়া চিকিৎসাধীন থাকলেও সুস্থ রয়েছেন আকাশ। অন্যদিকে নিখোঁজ বাকি তিনজনকে উদ্ধার করতে এখনো কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

 

 

বিষয়টি নিয়ে গোসাইরহাট থানার ওসি পুষ্পেন দেবনাথ বলেন, মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় দুজন নিহত হয়েছেন। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধার করতে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।