ঢাকা , সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

মৌলভীবাজারে জন্মাষ্টমীতে বন্যার্তদের জন্য বিশেষ প্রার্থনা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন হিন্দু ধর্মের প্রবর্তক মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।

 

সোমবার (২৬ আগস্ট) উপজেলার হবিগঞ্জ সড়কের শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়ায় নানা আয়োজনের মাধ্যমে অনাড়ম্বরভাবে এ অনুষ্ঠান পালন করা হয়।

 

সকালে পূজা-অর্চনার মাধ্যমে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বন্যার্তদের জন্য সমবেত প্রার্থনার আয়োজন করা হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে বক্তব্য দেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহসিন মিয়া মধু। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী।

 

এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়, সাধারণ সম্পাদক শ্রীপদ দেব। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য ডা. সত্যকাম চক্রবর্তী ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমীরণ সরকার। এ ছাড়া প্রবীণ শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্য, পৌর কাউন্সিলর কাজী আব্দুল করিম, মীর এমএ সালাম, আলকাছ মিয়া, আব্দুল জব্বার আজাদ অনুষ্ঠানে অংশ নেন।

 

 

উল্লেখ্য, দেশজুড়ে বন্যা পরিস্থিতি বিরাজমান থাকায় এবার জন্মাষ্টমী উদযাপনের অর্থ বন্যাকবলিত মানুষদের ত্রাণ হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখা। তাই এবার উপজেলায় জন্মাষ্টমীর কোনো শোভাযাত্রা বের করা হয়নি।

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

মৌলভীবাজারে জন্মাষ্টমীতে বন্যার্তদের জন্য বিশেষ প্রার্থনা

প্রকাশিত : ০৯:৪৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন হিন্দু ধর্মের প্রবর্তক মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।

 

সোমবার (২৬ আগস্ট) উপজেলার হবিগঞ্জ সড়কের শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়ায় নানা আয়োজনের মাধ্যমে অনাড়ম্বরভাবে এ অনুষ্ঠান পালন করা হয়।

 

সকালে পূজা-অর্চনার মাধ্যমে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বন্যার্তদের জন্য সমবেত প্রার্থনার আয়োজন করা হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে বক্তব্য দেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহসিন মিয়া মধু। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী।

 

এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়, সাধারণ সম্পাদক শ্রীপদ দেব। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য ডা. সত্যকাম চক্রবর্তী ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমীরণ সরকার। এ ছাড়া প্রবীণ শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্য, পৌর কাউন্সিলর কাজী আব্দুল করিম, মীর এমএ সালাম, আলকাছ মিয়া, আব্দুল জব্বার আজাদ অনুষ্ঠানে অংশ নেন।

 

 

উল্লেখ্য, দেশজুড়ে বন্যা পরিস্থিতি বিরাজমান থাকায় এবার জন্মাষ্টমী উদযাপনের অর্থ বন্যাকবলিত মানুষদের ত্রাণ হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখা। তাই এবার উপজেলায় জন্মাষ্টমীর কোনো শোভাযাত্রা বের করা হয়নি।