ঢাকা , রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

রাশিয়ার রাজধানী কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। সুখোই সুপারজেট ১০০ বিমানটি বনাঞ্চল এলাকায় তিনজন ক্রু নিয়ে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দেশটির জরুরি মন্ত্রণালয়। তারা সবাই পাইলট ছিলেন। ধারণা করা হচ্ছে, তাদের কেউ বেঁচে নেই।

 

শুক্রবার (১২ জুলাই) পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করতে বিমানটি উড্ডয়ন করা হয়।

 

 

জানা যায়, রাশিয়ার তৈরি সুপারজেট ১০০ নামের এই বিমানটি ৮৭ থেকে ৯৮ জন যাত্রী বহন করতে পারে। তবে দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো সাধারণ যাত্রী ছিলেন না।

 

 

দেশটির রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম তাসের খবরে বলা হয়েছে, বিমানটি মেরামতের পরই পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হয়। তবে উড্ডয়নের পর এক ঘণ্টার কিছু সময় পর গভীর জঙ্গলে বিধ্বস্তের ঘটনা ঘটে। ওই সময় বিমানটি মস্কোর ভুকোভো বিমাবন্দরের দিকে যাচ্ছিল।

 

 

তথ্য বলছে, নিজেদের তৈরি সুখোই সুপারজেট বিমান বিভিন্ন অঞ্চলে মোতায়েন করেছে রাশিয়া। মূলত ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর নিজেদের তৈরি বিমান ব্যবহারে ব্যাপকভাবে ঝুঁকেছে মস্কো।

 

রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিমান বিধ্বস্তের ঘটনায় স্থানীয় কোনো ব্যক্তি আহত ও নিহত হয়নি বলে নিশ্চিত করা হয়।

 

 

এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিক বিমান বিধ্বস্তের ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। বিধ্বস্তের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

প্রকাশিত : ০৩:০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪

রাশিয়ার রাজধানী কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। সুখোই সুপারজেট ১০০ বিমানটি বনাঞ্চল এলাকায় তিনজন ক্রু নিয়ে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দেশটির জরুরি মন্ত্রণালয়। তারা সবাই পাইলট ছিলেন। ধারণা করা হচ্ছে, তাদের কেউ বেঁচে নেই।

 

শুক্রবার (১২ জুলাই) পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করতে বিমানটি উড্ডয়ন করা হয়।

 

 

জানা যায়, রাশিয়ার তৈরি সুপারজেট ১০০ নামের এই বিমানটি ৮৭ থেকে ৯৮ জন যাত্রী বহন করতে পারে। তবে দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো সাধারণ যাত্রী ছিলেন না।

 

 

দেশটির রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম তাসের খবরে বলা হয়েছে, বিমানটি মেরামতের পরই পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হয়। তবে উড্ডয়নের পর এক ঘণ্টার কিছু সময় পর গভীর জঙ্গলে বিধ্বস্তের ঘটনা ঘটে। ওই সময় বিমানটি মস্কোর ভুকোভো বিমাবন্দরের দিকে যাচ্ছিল।

 

 

তথ্য বলছে, নিজেদের তৈরি সুখোই সুপারজেট বিমান বিভিন্ন অঞ্চলে মোতায়েন করেছে রাশিয়া। মূলত ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর নিজেদের তৈরি বিমান ব্যবহারে ব্যাপকভাবে ঝুঁকেছে মস্কো।

 

রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিমান বিধ্বস্তের ঘটনায় স্থানীয় কোনো ব্যক্তি আহত ও নিহত হয়নি বলে নিশ্চিত করা হয়।

 

 

এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিক বিমান বিধ্বস্তের ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। বিধ্বস্তের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।