ঢাকা , বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

শাস্তির মুখে উরুগুয়ের দশ ফুটবলার!

কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনাল শেষ হলো, কিন্তু রয়ে গেছে কেলেঙ্কারি। কলম্বিয়ার কাছে হারের পর গ্যালারিতে গিয়ে দলটির সমর্থকদের ওপর হামলা চালান ডারউইন নুনেজের নেতৃত্বে বেশ কয়েকজন উরুগুয়ের ফুটবলার।

 

এ ঘটনার পর তীব্র নিন্দার জানিয়ে বিবৃতিতে দেয় লাতিন আমেরিকা ফুটবল ফেডারেশন (কনমেবল)। এবার জড়িত থাকা ফুটবলারদের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দিয়েছে সংস্থাটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

 

 

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে যায় উরুগুয়ে। এরপর আক্রমণাত্মক হয়ে উঠেন উরুগুয়ের ফুটবলাররা।

 

 

প্রথমে মাঠে কলম্বিয়ান ফুটবলারদের সঙ্গে হাতাহাতিতে জড়ান তারা। এরপর ডারউইন নুনেজের নেতৃত্বে বেশ কয়েকজন উরুগুয়ের ফুটবলার গ্যালারিতে গিয়ে কলম্বিয়ার সমর্থকদের ওপর হামলা চালান। তাদের ঘুষি মারার দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়।

 

এ নিয়ে কনমেবল কড়া বার্তা দিলেও ফুটবলারদের পক্ষে কথা বলেন উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ইগনাসিও আলোনসো। তিনি বলেন, পরিবারের সদস্যদের রক্ষা করতেই এমনটা করেছেন ফুটবলাররা।

 

 

তবে এ ব্যাখ্যা মানতে রাজি নয় লাতিন আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে অন্তত উরুগুয়ের ১০ দশ ফুটবলারের বিরুদ্ধে তদন্ত শুরু করতে যাচ্ছে কনমেবল।

 

ডারউইন নুনেজসহ সেই দশ জন হচ্ছেন, মাতিয়াস ভিনা, সান্তিয়াগো মেলে, জোসে মারিয়া গিমেনেজ, মাতিয়াস অলিভেরা, ফাকুন্ডো পেলিস্ট্রি, রোনাল্ড আরাউহো, ব্রায়ান রদ্রিগেজ, রদ্রিগো বেন্টানকুর এবং সেবাস্তিয়ান ক্যাসেরেস।

 

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে তদন্তে দোষী প্রমাণিত হলে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞাসহ জরিমানা হতে পারে উরুগুয়ের ফুটবলারদের।

 

আগামী রোববার (১৪ জুলাই) সকাল ৬টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কানাডার মুখোমুখি হবে উরুগুয়ে। কনমেবলের তদন্তের কারণে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কোনো সমস্যা পড়তে হচ্ছে না উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসাকে।

 

 

তবে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচে ঝামেলায় পড়তে হতে পারে উরুগুয়ে। বর্তমানে ১৩ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের টেবিলের দ্বিতীয় রয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এ তালিকার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। আর ব্রাজিলের ছয় নম্বরে।

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

জনপ্রিয় সংবাদ

শাস্তির মুখে উরুগুয়ের দশ ফুটবলার!

প্রকাশিত : ১১:৩৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪

কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনাল শেষ হলো, কিন্তু রয়ে গেছে কেলেঙ্কারি। কলম্বিয়ার কাছে হারের পর গ্যালারিতে গিয়ে দলটির সমর্থকদের ওপর হামলা চালান ডারউইন নুনেজের নেতৃত্বে বেশ কয়েকজন উরুগুয়ের ফুটবলার।

 

এ ঘটনার পর তীব্র নিন্দার জানিয়ে বিবৃতিতে দেয় লাতিন আমেরিকা ফুটবল ফেডারেশন (কনমেবল)। এবার জড়িত থাকা ফুটবলারদের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দিয়েছে সংস্থাটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

 

 

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে যায় উরুগুয়ে। এরপর আক্রমণাত্মক হয়ে উঠেন উরুগুয়ের ফুটবলাররা।

 

 

প্রথমে মাঠে কলম্বিয়ান ফুটবলারদের সঙ্গে হাতাহাতিতে জড়ান তারা। এরপর ডারউইন নুনেজের নেতৃত্বে বেশ কয়েকজন উরুগুয়ের ফুটবলার গ্যালারিতে গিয়ে কলম্বিয়ার সমর্থকদের ওপর হামলা চালান। তাদের ঘুষি মারার দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়।

 

এ নিয়ে কনমেবল কড়া বার্তা দিলেও ফুটবলারদের পক্ষে কথা বলেন উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ইগনাসিও আলোনসো। তিনি বলেন, পরিবারের সদস্যদের রক্ষা করতেই এমনটা করেছেন ফুটবলাররা।

 

 

তবে এ ব্যাখ্যা মানতে রাজি নয় লাতিন আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে অন্তত উরুগুয়ের ১০ দশ ফুটবলারের বিরুদ্ধে তদন্ত শুরু করতে যাচ্ছে কনমেবল।

 

ডারউইন নুনেজসহ সেই দশ জন হচ্ছেন, মাতিয়াস ভিনা, সান্তিয়াগো মেলে, জোসে মারিয়া গিমেনেজ, মাতিয়াস অলিভেরা, ফাকুন্ডো পেলিস্ট্রি, রোনাল্ড আরাউহো, ব্রায়ান রদ্রিগেজ, রদ্রিগো বেন্টানকুর এবং সেবাস্তিয়ান ক্যাসেরেস।

 

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে তদন্তে দোষী প্রমাণিত হলে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞাসহ জরিমানা হতে পারে উরুগুয়ের ফুটবলারদের।

 

আগামী রোববার (১৪ জুলাই) সকাল ৬টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কানাডার মুখোমুখি হবে উরুগুয়ে। কনমেবলের তদন্তের কারণে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কোনো সমস্যা পড়তে হচ্ছে না উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসাকে।

 

 

তবে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচে ঝামেলায় পড়তে হতে পারে উরুগুয়ে। বর্তমানে ১৩ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের টেবিলের দ্বিতীয় রয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এ তালিকার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। আর ব্রাজিলের ছয় নম্বরে।