ঢাকা , সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

সাতক্ষীরায় লুট হওয়া এটিএম বুথ উদ্ধার 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের খবরে সারা দেশের মতো সাতক্ষীরায়ও সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় দুষ্কৃতকারীরা।

 

 

এ সময় সাতক্ষীরার সদর থানার সামনে ট্রাফিক পুলিশ অফিস থেকে দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায় পুলিশ কমিউনিটি ব্যাংকের এটিএম বুথ।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সহায়তায় মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার বিনেরপোতা এলাকা থেকে লুট হওয়া বুথটি উদ্ধার করা হয়। তবে উদ্ধার করা যায়নি বুথে থাকা টাকা।

 

 

কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পিআরও ইয়াছিন নুর বলেন, ওই সময়ে ইন্টারনেট সার্ভিস ভালো না থাকায় এতে টাকা বেশি থাকার কথা না। তবে, তদন্ত সাপেক্ষে কি পরিমাণ টাকা ছিল সেটা বলা যাবে।

 

 

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৫ আগস্ট সদর থানা থেকে কমিউনিটি ব্যাংক বাংলাদেশের এটিএম বুথসহ বেশকিছু টাকা লুট হয়। বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সহায়তায় লুট হওয়া এটিএম বুথটি উদ্ধার করা হয়। তবে ব্যাংকের এটিএম বুথে থাকা টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। লুণ্ঠিত অর্থ ও লুটপাটকারীদের শনাক্তের কাজ চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

সাতক্ষীরায় লুট হওয়া এটিএম বুথ উদ্ধার 

প্রকাশিত : ১২:৩৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের খবরে সারা দেশের মতো সাতক্ষীরায়ও সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় দুষ্কৃতকারীরা।

 

 

এ সময় সাতক্ষীরার সদর থানার সামনে ট্রাফিক পুলিশ অফিস থেকে দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায় পুলিশ কমিউনিটি ব্যাংকের এটিএম বুথ।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সহায়তায় মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার বিনেরপোতা এলাকা থেকে লুট হওয়া বুথটি উদ্ধার করা হয়। তবে উদ্ধার করা যায়নি বুথে থাকা টাকা।

 

 

কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পিআরও ইয়াছিন নুর বলেন, ওই সময়ে ইন্টারনেট সার্ভিস ভালো না থাকায় এতে টাকা বেশি থাকার কথা না। তবে, তদন্ত সাপেক্ষে কি পরিমাণ টাকা ছিল সেটা বলা যাবে।

 

 

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৫ আগস্ট সদর থানা থেকে কমিউনিটি ব্যাংক বাংলাদেশের এটিএম বুথসহ বেশকিছু টাকা লুট হয়। বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সহায়তায় লুট হওয়া এটিএম বুথটি উদ্ধার করা হয়। তবে ব্যাংকের এটিএম বুথে থাকা টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। লুণ্ঠিত অর্থ ও লুটপাটকারীদের শনাক্তের কাজ চলছে।