ঢাকা , বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে কাভার্ডভ্যানে মিলল ২১৬ কেজি গাঁজা

সিরাজগঞ্জের তাড়াশে কাভার্ডভ্যানে করে পাচারকালে ২১৬ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‍্যাব-১২ সদস্যরা। এ সময় কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হয়।

 

শুক্রবার (১৭ মে) সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কে তাড়াশ উপজেলার চর হামকুড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

 

 

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার দেবীদ্বার থানার রাজাকাচরের নুরু মিয়ার ছেলে মো. আল আমিন (২২) ও একই জেলার বাঙ্গরাবাজার থানার রাজা চাবিতলা গ্রামের ইসমত আলী ওরফে ইম্মত আলীর ছেলে এরশাদ ওরফে হৃদয় (২৭)।

 

 

শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেন।

 

 

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, কাভার্ড ভ্যানযোগে গাঁজা পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ সিরাজগঞ্জ সদর ক্যাম্প চর হামকুড়িয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এ সময় ওই কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে এর ভেতরে লুকানো অবস্থায় ২১৬ কেজি গাঁজা উদ্ধারা করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়।

 

 

আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। এ ঘটনায় তাড়াশ থানায় মামলার প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে কাভার্ডভ্যানে মিলল ২১৬ কেজি গাঁজা

প্রকাশিত : ০৪:১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪

সিরাজগঞ্জের তাড়াশে কাভার্ডভ্যানে করে পাচারকালে ২১৬ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‍্যাব-১২ সদস্যরা। এ সময় কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হয়।

 

শুক্রবার (১৭ মে) সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কে তাড়াশ উপজেলার চর হামকুড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

 

 

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার দেবীদ্বার থানার রাজাকাচরের নুরু মিয়ার ছেলে মো. আল আমিন (২২) ও একই জেলার বাঙ্গরাবাজার থানার রাজা চাবিতলা গ্রামের ইসমত আলী ওরফে ইম্মত আলীর ছেলে এরশাদ ওরফে হৃদয় (২৭)।

 

 

শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেন।

 

 

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, কাভার্ড ভ্যানযোগে গাঁজা পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ সিরাজগঞ্জ সদর ক্যাম্প চর হামকুড়িয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এ সময় ওই কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে এর ভেতরে লুকানো অবস্থায় ২১৬ কেজি গাঁজা উদ্ধারা করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়।

 

 

আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। এ ঘটনায় তাড়াশ থানায় মামলার প্রস্তুতি চলছে।