ঢাকা , রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

সৌদি আরবে ভ্রমণ ভিসায় মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা

পবিত্র হজ মৌসুম চলাকালে ভ্রমণ ভিসাধারীদের মক্কায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  

 

স্থানীয় সময় (২৩ মে) বৃহস্পতিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মক্কায় হজের মৌসুম শুরু হয়েছে ২৩ মে , যা শেষ হবে ২১ জুন। তাই এ সময়ে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব প্রকার ভিজিট ভিসাধারী ব্যক্তির ওপর এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

 

 

আর তা না মেনে মক্কায় প্রবেশ করলে সৌদি আরবের নিয়মানুসারে জরিমানা দেওয়ার বিষয়ে সতর্ক করা হচ্ছে।

 

 

এছাড়া ভিজিট ভিসাধারীদের হজ পালনের অনুমতি দেওয়া হয় না বলেও এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়।

 

 

এ বছর বিশ্বজুড়ে প্রায় ২৫ লাখ মানুষ পবিত্র হজ পালন করবেন।  এ বছর ১৪ থেকে ১৯ জুন পর্যন্ত হজ পালন করা হবে বলে আশা করা হচ্ছে।

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

সৌদি আরবে ভ্রমণ ভিসায় মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ১০:৫২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪

পবিত্র হজ মৌসুম চলাকালে ভ্রমণ ভিসাধারীদের মক্কায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  

 

স্থানীয় সময় (২৩ মে) বৃহস্পতিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মক্কায় হজের মৌসুম শুরু হয়েছে ২৩ মে , যা শেষ হবে ২১ জুন। তাই এ সময়ে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব প্রকার ভিজিট ভিসাধারী ব্যক্তির ওপর এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

 

 

আর তা না মেনে মক্কায় প্রবেশ করলে সৌদি আরবের নিয়মানুসারে জরিমানা দেওয়ার বিষয়ে সতর্ক করা হচ্ছে।

 

 

এছাড়া ভিজিট ভিসাধারীদের হজ পালনের অনুমতি দেওয়া হয় না বলেও এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়।

 

 

এ বছর বিশ্বজুড়ে প্রায় ২৫ লাখ মানুষ পবিত্র হজ পালন করবেন।  এ বছর ১৪ থেকে ১৯ জুন পর্যন্ত হজ পালন করা হবে বলে আশা করা হচ্ছে।