ঢাকা , রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

সৌদি পৌঁছেছেন ৭২ হাজার ৪১৫ হজযাত্রী

হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৭২ হাজার ৪১৫ জন হজযাত্রী। ১৮৫টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৫০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৭ হাজার ৮৬৫ হজযাত্রী সৌদিতে গেছেন।

 

রোববার (৯ জুন) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। যেখানে বলা হয়, এ পর্যন্ত ১৮৫ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯৭টি, সৌদি এয়ারলাইনসের ৬২টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৬টি ফ্লাইট পরিচালনা করেছে।

 

 

অপরদিকে পবিত্র হজ পালন করেতে গিয়ে এখন পর্যন্ত ১২ জন মারা গেছেন। সবশেষ ৬ জুন মক্কায় শেখ আরিফুল ইসলাম (৫৭) নামে একজন মারা গেছেন।

 

 

গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। হজের শেষ ফ্লাইট যাবে ১২ জুন।

 

 

সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন।

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

সৌদি পৌঁছেছেন ৭২ হাজার ৪১৫ হজযাত্রী

প্রকাশিত : ০১:১৭:২০ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪

হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৭২ হাজার ৪১৫ জন হজযাত্রী। ১৮৫টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৫০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৭ হাজার ৮৬৫ হজযাত্রী সৌদিতে গেছেন।

 

রোববার (৯ জুন) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। যেখানে বলা হয়, এ পর্যন্ত ১৮৫ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯৭টি, সৌদি এয়ারলাইনসের ৬২টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৬টি ফ্লাইট পরিচালনা করেছে।

 

 

অপরদিকে পবিত্র হজ পালন করেতে গিয়ে এখন পর্যন্ত ১২ জন মারা গেছেন। সবশেষ ৬ জুন মক্কায় শেখ আরিফুল ইসলাম (৫৭) নামে একজন মারা গেছেন।

 

 

গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। হজের শেষ ফ্লাইট যাবে ১২ জুন।

 

 

সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন।