২০২২ সালের জুনের পর জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি এনগোলো কান্তেকে। ইনজুরির কারণে খেলতে পারেননি ২০২২ সালের কাতার বিশ্বকাপ। সৌদি ক্লাব আল ইত্তিহাদে খেলা অভিজ্ঞ এই মিডফিল্ডারকে রেখে ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য দল ঘোষণা করেছে ফ্রান্স।
চলতি বছর জার্মানিতে বসবে ইউরোপীয় মহাদেশের ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ইউরো চ্যাম্পিয়নশিপ। এ জন্য ২০১৮ বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারের ওপর ভরসা রাখছেন ফরাসিদের কোচ দিদিয়ের দেশম।
কান্তেকে বলা হয় সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার। কিন্তু ইনজুরির কারণে খেলতে পারেননি কাতার বিশ্বকাপ। একাদশে অনিয়মিত হয়ে পড়লে ইংলিশ ক্লাব চেলসি ছেড়ে নাম লেখান সৌদি প্রো লিগের দলে।
ইউরোপীয় ফুটবলে না খেলার পরও ৩৩ বছর বয়সী এই ফুটবলার স্কোয়াডে ফেরানোর কারণ ব্যাখ্যায় দেশম বলেন, ‘ইউরোপে না থাকলেও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, সে পুরো মৌসুম খেলেছে। সে তার আগের ফিটনেসে ফিরেছে। ওর (কান্তে) যে অভিজ্ঞতা, আমি মনে করি ফ্রান্স দল আরও শক্তিশালী হয়েছে।’
ইউরো দলে ডাক পেয়েছেন স্কুল না পেরুনো পিএসজির ফুটবলার জেইর-এমিরি। সামনে পরীক্ষা থাকার পরও ফুটবলে মনোযোগ দিতে চান তিনি। এমিরি বলেছেন, ‘আমি সেপ্টেম্বরে পরীক্ষায় বসার আবেদন করেছি, এখন যাতে ফুটবলে মনোযোগ দিতে পারি।’
এর আগে ১৯৮৪ ও ২০০০ সালে ইউরো জেতে ফ্রান্স। এবার গ্রুপ ডিতে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, নেদারল্যান্ডস ও পোল্যান্ড। ১৭ জুন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দিবে ইউরো মিশন শুরু করেন গত বিশ্বকাপের রানার্সআপরা।
এরপর ২১ জুন তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। আর গ্রুপপর্বের ম্যাচে ২৫ জুন পোল্যান্ডের মুখোমুখি হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
ইউরোতে ফ্রান্সের দল
গোলকিপার: মাইক মাইগনান, আলফনসে আরেওলা, ব্রাইস সামবা।
ডিফেন্ডার: ইব্রাহিমা কোনাতে, জোনাথন ক্লাউস, উইলিয়াম সালিবা, জুলস কুন্দে, ফারলাঁ মেন্দি, থিও এরনান্দেজ, দায়ত উপামেকানো, বেঞ্জামিন পাভার।
মিডফিল্ডার: এনগোলো কান্তে, আদ্রিয়েন র্যাবিয়ট, এদুয়ার্দো কামাভিঙ্গা,আঁতোয়ান গ্রিজমান, ওয়ারেন জেইর–এমিরি, অরেলিয়েঁ চুয়ামেনি, ইউসুফ ফোফানা।
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, ব্রাডলি বারকোলা, অলিভিয়ের জিরু কিংসলি কোমান, রান্দাল কোলো মুয়ানি ও মার্কাস থুরাম।