ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

আত্মহত্যা করলেন মালাইকার বাবা অনীল অরোরা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০১:৩১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৫৫

বলিউডের আলোচিত নাম মালাইকা অরোরার বাবা অনীল অরোরা আত্মহত্যা করেছেন। স্থানীয় পুলিশের ভাষ্য, ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তিনি।

 

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলছে, বুধবার (১১ সেপ্টেম্বর) মুম্বাইয়ের বান্দ্রার একটি ভবনের ছাদ থেকে লাফ দেন অনীল অরোরা। ঘটনার পর সেখানে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখনো কোনো সুইসাইড নোট পায়নি পুলিশ। বাবার আত্মহত্যার সময় বাড়িতে ছিলেন না মালাইকা।

 

 

আত্মহত্যার সম্ভাব্য কারণ এখনো জানাতে পারেনি পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গে মৃত্যুরহস্য উদঘাটনে কথা বলছে তারা।

 

 

এ ঘটনায় মালাইকার সাবেক স্বামী আরবাজ খান ঘটনাস্থলে আসেন। তাকে পুলিশের সঙ্গে কথা বলতেও দেখা গেছে।

 

 

বলে রাখা ভালো, মালাইকার বাবা অনীল আরোরা মূলত পাঞ্জাবের বাসিন্দা। তিনি নেভিতে চাকরি করতেন। ব্যক্তিগত জীবনে জয়েস পলিকার্পের সঙ্গে সংসার বেঁধেছিলেন। এ সংসারে জন্ম হয় মালাইকা অরোরা ও অমৃতার। মালাইকার বয়স যখন ১১ বছর, তখন বিচ্ছেদ হয় তার বাবা-মায়ের। পরে মায়ের কাছেই বেড়ে উঠেন দুই বোন।

 

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

আত্মহত্যা করলেন মালাইকার বাবা অনীল অরোরা

প্রকাশিত : ০১:৩১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

বলিউডের আলোচিত নাম মালাইকা অরোরার বাবা অনীল অরোরা আত্মহত্যা করেছেন। স্থানীয় পুলিশের ভাষ্য, ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তিনি।

 

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলছে, বুধবার (১১ সেপ্টেম্বর) মুম্বাইয়ের বান্দ্রার একটি ভবনের ছাদ থেকে লাফ দেন অনীল অরোরা। ঘটনার পর সেখানে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখনো কোনো সুইসাইড নোট পায়নি পুলিশ। বাবার আত্মহত্যার সময় বাড়িতে ছিলেন না মালাইকা।

 

 

আত্মহত্যার সম্ভাব্য কারণ এখনো জানাতে পারেনি পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গে মৃত্যুরহস্য উদঘাটনে কথা বলছে তারা।

 

 

এ ঘটনায় মালাইকার সাবেক স্বামী আরবাজ খান ঘটনাস্থলে আসেন। তাকে পুলিশের সঙ্গে কথা বলতেও দেখা গেছে।

 

 

বলে রাখা ভালো, মালাইকার বাবা অনীল আরোরা মূলত পাঞ্জাবের বাসিন্দা। তিনি নেভিতে চাকরি করতেন। ব্যক্তিগত জীবনে জয়েস পলিকার্পের সঙ্গে সংসার বেঁধেছিলেন। এ সংসারে জন্ম হয় মালাইকা অরোরা ও অমৃতার। মালাইকার বয়স যখন ১১ বছর, তখন বিচ্ছেদ হয় তার বাবা-মায়ের। পরে মায়ের কাছেই বেড়ে উঠেন দুই বোন।