ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

এবার স্বামী-স্ত্রীর ভূমিকায় নাসিম-মম

ঈদ নিয়ে এরই মধ্যে ব্যস্ততা বেড়ে গেছে নাটক ইন্ডাস্ট্রিতে। দিন-রাত এক করে শুটিং করছেন অভিনেতা-অভিনেত্রীরা। সেই তালিকায় রয়েছেন অভিনেতা আহসান হাবিব নাসিম ও জাকিয়া বারী মমও। এবারের ঈদে জুটি হয়ে আসছেন তারা। নাটকের নাম ‘অবিরাম দেবদাস’।

 

 

এরই মধ্যে নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। এটি পরিচালনা করেছেন যুবরাজ খান। গল্প লিখেছেন বদরুল আনাম সৌদ। নাটকে প্রধান দুই চরিত্রেই দেখা যাবে তাদের।

 

 

নাটকের অভিনয় নিয়ে নাসিম বলেন, ‘ঈদ এলেই আমাদের কাজের ব্যস্ততা বেড়ে যায়। একসঙ্গে অনেক নাটকে কাজ করতে হয়। এর মধ্য থেকেও আমরা ভালো কিছু গল্পের অপেক্ষায় থাকি। তেমনই এক গল্পের নাটক অবিরাম দেবদাস। এরই মধ্যে নাটকের কাজ সম্পন্ন হয়েছে। দুর্দান্ত একটি গল্পে কাজ করলাম। এ ছাড়া নাটকে আমার সহঅভিনেত্রী হিসেবে আছেন জাকিয়া বারী মম। তিনি একজন পরিণত অভিনেত্রী। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। কাজটি করে আমি মানসিকভাবে শান্তি পেয়েছি। আশা করছি দর্শকদের কাছেও ভালো লাগবে।’

 

 

দুজনকে এর আগেও জুটি বেঁধে অভিনয় করতে দেখা গেছে। নাটকে নিজের চরিত্র নিয়ে মম বলেন, ‘নাসিম ভাইয়ের সঙ্গে এর আগেও জুটি বেঁধে কাজ করেছি আমি। এবার আমরা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। অনেক যত্নে নিয়ে নির্মাতা কাজটি করেছেন। এই ঈদে এটি আমার ভালো কাজের মধ্যে একটি।’

 

 

নাসিম ও মম সবশেষ রাশীদুল হক পাশার ‘গন্তব্যহীন’ নাটকে জুটি বেঁধে অভিনয় করেন। এ ছাড়া মম অভিনীত সবশেষ সিনেমা হচ্ছে খিজির হায়াত খানের ‘ওরা সাত জন’। মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত এ সিনেমায় অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হন তিনি।

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

এবার স্বামী-স্ত্রীর ভূমিকায় নাসিম-মম

প্রকাশিত : ০২:১২:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪

ঈদ নিয়ে এরই মধ্যে ব্যস্ততা বেড়ে গেছে নাটক ইন্ডাস্ট্রিতে। দিন-রাত এক করে শুটিং করছেন অভিনেতা-অভিনেত্রীরা। সেই তালিকায় রয়েছেন অভিনেতা আহসান হাবিব নাসিম ও জাকিয়া বারী মমও। এবারের ঈদে জুটি হয়ে আসছেন তারা। নাটকের নাম ‘অবিরাম দেবদাস’।

 

 

এরই মধ্যে নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। এটি পরিচালনা করেছেন যুবরাজ খান। গল্প লিখেছেন বদরুল আনাম সৌদ। নাটকে প্রধান দুই চরিত্রেই দেখা যাবে তাদের।

 

 

নাটকের অভিনয় নিয়ে নাসিম বলেন, ‘ঈদ এলেই আমাদের কাজের ব্যস্ততা বেড়ে যায়। একসঙ্গে অনেক নাটকে কাজ করতে হয়। এর মধ্য থেকেও আমরা ভালো কিছু গল্পের অপেক্ষায় থাকি। তেমনই এক গল্পের নাটক অবিরাম দেবদাস। এরই মধ্যে নাটকের কাজ সম্পন্ন হয়েছে। দুর্দান্ত একটি গল্পে কাজ করলাম। এ ছাড়া নাটকে আমার সহঅভিনেত্রী হিসেবে আছেন জাকিয়া বারী মম। তিনি একজন পরিণত অভিনেত্রী। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। কাজটি করে আমি মানসিকভাবে শান্তি পেয়েছি। আশা করছি দর্শকদের কাছেও ভালো লাগবে।’

 

 

দুজনকে এর আগেও জুটি বেঁধে অভিনয় করতে দেখা গেছে। নাটকে নিজের চরিত্র নিয়ে মম বলেন, ‘নাসিম ভাইয়ের সঙ্গে এর আগেও জুটি বেঁধে কাজ করেছি আমি। এবার আমরা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। অনেক যত্নে নিয়ে নির্মাতা কাজটি করেছেন। এই ঈদে এটি আমার ভালো কাজের মধ্যে একটি।’

 

 

নাসিম ও মম সবশেষ রাশীদুল হক পাশার ‘গন্তব্যহীন’ নাটকে জুটি বেঁধে অভিনয় করেন। এ ছাড়া মম অভিনীত সবশেষ সিনেমা হচ্ছে খিজির হায়াত খানের ‘ওরা সাত জন’। মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত এ সিনেমায় অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হন তিনি।