ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে : ফারুক

গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে ডান-বাম সবাই মিলে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক।

 

শনিবার (৮ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ১২ দলীয় জোটভুক্ত ইসলামী ঐক্যজোট আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ আহ্বান জানান।

 

 

বিএনপি নেতা ফারুক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এই সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। যতদিন পর্যন্ত আমাদের ভোটাধিকার ফেরত না পাব, দেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধ না হবে, যতদিন পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে আমরা জয়লাভ না করব, ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

 

 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ডান-বাম সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়ে আন্দোলন করতে হবে। তাহলে আমরা হারানো গণতন্ত্র ফেরত পাব।

 

 

তিনি আরও বলেন, এ দেশের স্বাধীনতা অর্জন ছিল দেশের খেটে খাওয়া মানুষের জন্য, অথচ এই দেশে আজ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এই দেশে আজ রাজনৈতিক নেতাদের বিনা কারণে গ্রেপ্তার করা হচ্ছে, দেশের আলেম-ওলামাদের নির্যাতন করা হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে।

 

 

ইসলামী ঐক্যজোটের সিনিয়র নায়েবে আমির মাওলানা শওকত আমিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মনির, মৎস্যজীবী দলের ইসমাইল হোসেন সিরাজী, কৃষক দলের এম জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য দেন।

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে : ফারুক

প্রকাশিত : ০৭:১৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪

গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে ডান-বাম সবাই মিলে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক।

 

শনিবার (৮ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ১২ দলীয় জোটভুক্ত ইসলামী ঐক্যজোট আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ আহ্বান জানান।

 

 

বিএনপি নেতা ফারুক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এই সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। যতদিন পর্যন্ত আমাদের ভোটাধিকার ফেরত না পাব, দেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধ না হবে, যতদিন পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে আমরা জয়লাভ না করব, ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

 

 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ডান-বাম সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়ে আন্দোলন করতে হবে। তাহলে আমরা হারানো গণতন্ত্র ফেরত পাব।

 

 

তিনি আরও বলেন, এ দেশের স্বাধীনতা অর্জন ছিল দেশের খেটে খাওয়া মানুষের জন্য, অথচ এই দেশে আজ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এই দেশে আজ রাজনৈতিক নেতাদের বিনা কারণে গ্রেপ্তার করা হচ্ছে, দেশের আলেম-ওলামাদের নির্যাতন করা হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে।

 

 

ইসলামী ঐক্যজোটের সিনিয়র নায়েবে আমির মাওলানা শওকত আমিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মনির, মৎস্যজীবী দলের ইসমাইল হোসেন সিরাজী, কৃষক দলের এম জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য দেন।