চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা তাঁতী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (২৬ জুন) বিকাল ৩ টায় জেলা শিল্পকলা একাডেমি হলে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় মহানগর তাঁতী লীগের সভাপতি নুরুল আমিন মানিকের সভাপতিত্বে, এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এ সময় সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের সভাপতি দিদারুল আলম ও মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক রত্নাকর দাশ টুনু সঞ্চালনায়, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শওকত আলী। প্রধান বক্তা ছিলেন তাঁতী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাঁতী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি প্রফেসর ডা. আলমগীর চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন উত্তর জেলা তাঁতী লীগের আহ্বায়ক এহাছানুল আজিম লিটন। বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা তাঁতী লীগের সহ-সভাপতি লিয়াকত আলী।
এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মো. শফর আলী, ফজলুল হক রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মমতাজ উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন মোল্লা, দপ্তর সম্পাদক, অনুকুল চন্দ্র মন্ডল, অর্থ সম্পাদক মো. ফারুক সদস্য শেখ আসলাম, এস এম সালাউদ্দিন, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি এস এম আহসানুল কবির টিটু ও উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক সেলিম খান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি শহিদ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি, আতিকুর রহমান তুহিন, মো. দিদারুল আলম, রূপক চৌধুরী, দক্ষিণ জেলার সহ-সভাপতি প্রকৌশলী দীপঙ্কর দাশ, সহ সভাপতি পরিমল দেব, উত্তর জেলার যুগ্ম আহবায়ক লিটন দত্ত, দক্ষিণ জেলার সহ-সভাপতি ডা. আর কে রুবেল, নুর মোহাম্মদ সেলিম, শহিদুল ইসলাম ছৈয়দ, জয়নাল আবেদীন, মহানগর ,যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ রিয়াদ, হিল্লোল সেন উজ্জ্বল, উত্তর জেলার যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ সেলিম, দক্ষিণ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, লিটন দত্ত, মহানগরের সাংগঠনিক সম্পাদক, শহিদুল ইসলাম জীবন, সরোয়ার সরকার, সাইফুল ইসলাম মারুফ, দপ্তর সম্পাদক মো. উল্লাহ জুয়েল, অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলার অর্থ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, প্রশিক্ষণ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. সালাউদ্দন শিহাব, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. আলমগীর আলম, ধর্মবিষয়ক সম্পাদক মো. ছৈয়দুল হক, সদস্য উত্তর জেলার সদস্য জয়নাল আবেদিন, নুর মোহাম্মদ, কামাল উদ্দিন, মোরশেদ তালুকদার প্রমুখ।
সভার শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তপক অর্পণ করা হয়। আলোচনার পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস হলো সংগ্রাম গাঁথা বিজয়ের ইতিহাস, যার মন্ত্রই হলো ‘জয় বাংলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল। আওয়ামী লীগের শক্তি হচ্ছে জনগণ। আওয়ামী লীগের নেতৃত্বে জনগণই দেশের স্বাধীনতা এনেছে এবং রক্ষা করেছে। বাংলাদেশ ও বাঙালির সব অর্জন আওয়ামী লীগের নেতৃত্বেই সম্ভব হয়েছে।’
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ডা. আলমগীর চৌধুরী বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়ন, অগ্রগতি ও সাফল্যের জয়গানে মুখর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দেশি-বিদেশি কোনো অপশক্তিই এ উন্নয়ন অগ্রযাত্রাকে থামাতে পারবে না। এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’
প্রধান অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বহু আত্মত্যাগের মাধ্যমে আজ আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি এবং সেই সঙ্গে আওয়ামী লীগ হয়ে উঠেছে বাংলাদেশের গণমানুষের প্রাণের সর্ববৃহৎ সংগঠন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশের এ মেগা উন্নয়ন সম্ভব হয়েছে। তাই ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।’