ঢাকা , মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

চলতি মাসের ২৬ দিনে দেশে ডেঙ্গুতে মৃত্যু ৫৫ 

ভয়ংকর রূপ ধারণ করছে ডেঙ্গু। চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ২৬ দিনেই মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জনে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

 

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত যত ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তা চলতি বছরের যেকোনো মাসের তুলনায় দ্বিগুণের বেশি। মাসের হিসেবে মৃত্যুও সংখ্যাও বেশি।

 

চলতি মাসের প্রথম ২৬ দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৭১৪ রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৫ জনের। প্রথম ছয় মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শতকের ঘরে থাকলেও, গেল জুলাই থেকে এ সংখ্যা বেড়েই চলেছে।

 

 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পুরান ঢাকার আরমানিটোলাসহ বিভিন্ন এলাকায় ডেঙ্গুনিধন কার্যক্রম পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ আরিফ।

 

এ সময় তিনি বলেন, লোক দেখানো কাজ করে ডেঙ্গু সংক্রমণ কমানো সম্ভব নয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে এ সময় তিনি ১২টি টিম গঠনের ঘোষণা দেন।

 

 

ঢাকা উত্তর সিটি করপোরেশন জানিয়েছে, সকল ওয়ার্ডে একযোগে মশকনিধন কার্যক্রম চলছে। তদারকি করছে মনিটরিং টিম; অভিযান চলছে দক্ষিণেও। তবে নগরবাসীর অভিযোগ, ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর হুঁশ ফেরে নগর কর্তৃপক্ষের।

 

এদিকে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে শুধু রাজধানীতেই এখন পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

চলতি মাসের ২৬ দিনে দেশে ডেঙ্গুতে মৃত্যু ৫৫ 

প্রকাশিত : ০৬:১৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

ভয়ংকর রূপ ধারণ করছে ডেঙ্গু। চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ২৬ দিনেই মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জনে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

 

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত যত ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তা চলতি বছরের যেকোনো মাসের তুলনায় দ্বিগুণের বেশি। মাসের হিসেবে মৃত্যুও সংখ্যাও বেশি।

 

চলতি মাসের প্রথম ২৬ দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৭১৪ রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৫ জনের। প্রথম ছয় মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শতকের ঘরে থাকলেও, গেল জুলাই থেকে এ সংখ্যা বেড়েই চলেছে।

 

 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পুরান ঢাকার আরমানিটোলাসহ বিভিন্ন এলাকায় ডেঙ্গুনিধন কার্যক্রম পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ আরিফ।

 

এ সময় তিনি বলেন, লোক দেখানো কাজ করে ডেঙ্গু সংক্রমণ কমানো সম্ভব নয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে এ সময় তিনি ১২টি টিম গঠনের ঘোষণা দেন।

 

 

ঢাকা উত্তর সিটি করপোরেশন জানিয়েছে, সকল ওয়ার্ডে একযোগে মশকনিধন কার্যক্রম চলছে। তদারকি করছে মনিটরিং টিম; অভিযান চলছে দক্ষিণেও। তবে নগরবাসীর অভিযোগ, ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর হুঁশ ফেরে নগর কর্তৃপক্ষের।

 

এদিকে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে শুধু রাজধানীতেই এখন পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে।