ঢাকা , মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

চার সপ্তাহের প্রস্তুতি চান কোচ ক্যাবরেরা

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই মিশন। সে ম্যাচের আগে প্রস্তুতির জন্য অন্তত চার সপ্তাহ সময় চান জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা।

 

স্প্যানিশ এ কোচের সঙ্গে আরেক দফা চুক্তি বৃদ্ধি করা হয়েছে সম্প্রতি। আগামী এক বছরের বেশি সময় লাল-সবুজদের সঙ্গে থাকার বিষয় চূড়ান্ত হওয়ার পর দুদিন আগে ঢাকা আসেন এ কোচ। গতকাল নানা বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন ৪০ বছর বয়সী এ কোচ।

 

 

দলের প্রস্তুতি শুরুর ইস্যুতে হাভিয়ের ক্যাবরেরা বলেছেন, ‘প্রস্তুতি শুরুর দিন এবং সময় নিয়ে আমি এখনো নিশ্চিত নই। আশা করছি, আমরা ফেব্রুয়ারিতে শুরু করতে পারব। ম্যাচের আগে প্রস্তুতির জন্য চার সপ্তাহ সময় প্রয়োজন।’

 

সবার আগ্রহের কেন্দ্রে আছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এ ফুটবলার সম্পর্কে হাভিয়ের ক্যাবরেরা বলেছেন, ‘হামজা কবে আসবে- এ নিয়ে আমার মনে হয় কর্তৃপক্ষ সঠিক তথ্য দিতে পারবে। আমি আসলেই এ বিষয়ে জানি না। সম্ভবত ফিফা উইন্ডো খুললে সে আসবে।’ ‘সি’ গ্রুপের তিন দেশ- ভারত, হংকং ও সিঙ্গাপুর বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে।

 

 

বাছাইয়ে লাল-সবুজদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সৌদি আরবে আবাসিক ক্যাম্প করার পরিকল্পনা করা হচ্ছে।

 

এ সম্পর্কে হাভিয়ের ক্যাবরেরা বলেছেন, ‘হ্যাঁ, প্রস্তুতি পর্ব শুরু করার ইস্যুতে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে অতীতের মতো সৌদি আরবে প্রস্তুতি নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব আমরা। অতীতে এমন ক্যাম্প আমাদের জন্য উপকারী ছিল।’

 

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

চার সপ্তাহের প্রস্তুতি চান কোচ ক্যাবরেরা

প্রকাশিত : ১১:৩৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই মিশন। সে ম্যাচের আগে প্রস্তুতির জন্য অন্তত চার সপ্তাহ সময় চান জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা।

 

স্প্যানিশ এ কোচের সঙ্গে আরেক দফা চুক্তি বৃদ্ধি করা হয়েছে সম্প্রতি। আগামী এক বছরের বেশি সময় লাল-সবুজদের সঙ্গে থাকার বিষয় চূড়ান্ত হওয়ার পর দুদিন আগে ঢাকা আসেন এ কোচ। গতকাল নানা বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন ৪০ বছর বয়সী এ কোচ।

 

 

দলের প্রস্তুতি শুরুর ইস্যুতে হাভিয়ের ক্যাবরেরা বলেছেন, ‘প্রস্তুতি শুরুর দিন এবং সময় নিয়ে আমি এখনো নিশ্চিত নই। আশা করছি, আমরা ফেব্রুয়ারিতে শুরু করতে পারব। ম্যাচের আগে প্রস্তুতির জন্য চার সপ্তাহ সময় প্রয়োজন।’

 

সবার আগ্রহের কেন্দ্রে আছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এ ফুটবলার সম্পর্কে হাভিয়ের ক্যাবরেরা বলেছেন, ‘হামজা কবে আসবে- এ নিয়ে আমার মনে হয় কর্তৃপক্ষ সঠিক তথ্য দিতে পারবে। আমি আসলেই এ বিষয়ে জানি না। সম্ভবত ফিফা উইন্ডো খুললে সে আসবে।’ ‘সি’ গ্রুপের তিন দেশ- ভারত, হংকং ও সিঙ্গাপুর বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে।

 

 

বাছাইয়ে লাল-সবুজদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সৌদি আরবে আবাসিক ক্যাম্প করার পরিকল্পনা করা হচ্ছে।

 

এ সম্পর্কে হাভিয়ের ক্যাবরেরা বলেছেন, ‘হ্যাঁ, প্রস্তুতি পর্ব শুরু করার ইস্যুতে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে অতীতের মতো সৌদি আরবে প্রস্তুতি নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব আমরা। অতীতে এমন ক্যাম্প আমাদের জন্য উপকারী ছিল।’