ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

ছয় মাসের অন্তঃসত্ত্বা দীপিকার নাম বদলে দিলেন রণবীর

রণবীর সিং ও দীপিকা পাডুকোন। বলিউডের জনপ্রিয় এই জুটির ঘরে নতুন অতিথি আসছে সেপ্টেম্বরে। সুখবরটি ভক্তদের উদ্দেশ্যে ২৯ ফেব্রুয়ারি প্রকাশ করেন তারা। এরপর থেকেই দীপিকাকে নিয়ে আয়োজনের শেষ নেই স্বামী রণবীর সিংয়ের। এবার অভিনেত্রী নাম বদলে নতুন নাম দিলেন তিনি। ভালোবাসার এই নাম নজর কেড়েছে ভক্তদের।

 

 

দীপিকা বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। তবে মাতৃত্বকালীন নারীদের শরীরে যে পরিবর্তন দেখা যায়। এ ক্ষেত্রে দীপিকা ব্যতিক্রমী। এর কিছুই লক্ষ করা যাচ্ছে না পাঠান গার্লের। সম্প্রতি সন্তানের ‘সোনোগ্রাম’-এর ছবি প্রকাশ্যে এনেছেন তারা। এরপরই স্ত্রী দীপিকাকে নতুন নাম দিলেন স্বামী রণবীর।

 

 

সম্প্রতি অভিনেত্রীর সাফল্যের মুকুটে নতুক পালক জুড়েছে। প্রথম ভারতীয় হিসেবে ‘গ্লোবাল ডিসরাপ্টর্স, ২০২৪’-এর তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

 

এমন সফলতা ও ‘সোনোগ্রাম’-এর ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে রণবীর লিখেন, ‘বেবি মামা’ যার বাংলা অর্থ ‘বাচ্চার মা’। রণবীরের এমন ভালোবসা মুহূর্তেই নজর কারে ভক্তদের।

 

 

দীপিকা বর্তমানে ব্যস্ত আছেন পরিচালক রোহিত শেঠির সিনেমা ‘সিংহাম অ্যা গেইন’ নিয়ে। প্রথমবারের মতো এই ফ্রাঞ্চাইজিতে নারী পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে।

 

 

২০১১ সালে এই সিরিজের প্রথম সিনেমা ‘সিংহাম’ মুক্তি পায়। সেখানে অভিনয় করেছিলেন অজয় দেবগন ও কাজল আগারওয়াল। এর পরবর্তীটি ২০১৪ সালে ‘সিংহাম রিটার্নস’ অজয় দেবগনের সঙ্গে নায়িকা ছিলেন কারিনা কাপুর। এবার আসছে ‘সিংহাম অ্যাগেইন’। দীপিকা ও অজয় ছাড়াও সিনেমায় রয়েছে একঝাঁক তারকা।

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

ছয় মাসের অন্তঃসত্ত্বা দীপিকার নাম বদলে দিলেন রণবীর

প্রকাশিত : ১১:৩৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪

রণবীর সিং ও দীপিকা পাডুকোন। বলিউডের জনপ্রিয় এই জুটির ঘরে নতুন অতিথি আসছে সেপ্টেম্বরে। সুখবরটি ভক্তদের উদ্দেশ্যে ২৯ ফেব্রুয়ারি প্রকাশ করেন তারা। এরপর থেকেই দীপিকাকে নিয়ে আয়োজনের শেষ নেই স্বামী রণবীর সিংয়ের। এবার অভিনেত্রী নাম বদলে নতুন নাম দিলেন তিনি। ভালোবাসার এই নাম নজর কেড়েছে ভক্তদের।

 

 

দীপিকা বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। তবে মাতৃত্বকালীন নারীদের শরীরে যে পরিবর্তন দেখা যায়। এ ক্ষেত্রে দীপিকা ব্যতিক্রমী। এর কিছুই লক্ষ করা যাচ্ছে না পাঠান গার্লের। সম্প্রতি সন্তানের ‘সোনোগ্রাম’-এর ছবি প্রকাশ্যে এনেছেন তারা। এরপরই স্ত্রী দীপিকাকে নতুন নাম দিলেন স্বামী রণবীর।

 

 

সম্প্রতি অভিনেত্রীর সাফল্যের মুকুটে নতুক পালক জুড়েছে। প্রথম ভারতীয় হিসেবে ‘গ্লোবাল ডিসরাপ্টর্স, ২০২৪’-এর তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

 

এমন সফলতা ও ‘সোনোগ্রাম’-এর ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে রণবীর লিখেন, ‘বেবি মামা’ যার বাংলা অর্থ ‘বাচ্চার মা’। রণবীরের এমন ভালোবসা মুহূর্তেই নজর কারে ভক্তদের।

 

 

দীপিকা বর্তমানে ব্যস্ত আছেন পরিচালক রোহিত শেঠির সিনেমা ‘সিংহাম অ্যা গেইন’ নিয়ে। প্রথমবারের মতো এই ফ্রাঞ্চাইজিতে নারী পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে।

 

 

২০১১ সালে এই সিরিজের প্রথম সিনেমা ‘সিংহাম’ মুক্তি পায়। সেখানে অভিনয় করেছিলেন অজয় দেবগন ও কাজল আগারওয়াল। এর পরবর্তীটি ২০১৪ সালে ‘সিংহাম রিটার্নস’ অজয় দেবগনের সঙ্গে নায়িকা ছিলেন কারিনা কাপুর। এবার আসছে ‘সিংহাম অ্যাগেইন’। দীপিকা ও অজয় ছাড়াও সিনেমায় রয়েছে একঝাঁক তারকা।