চিত্রনায়িকা পরিচয়ের বাইরে একজন দন্ত চিকিৎসক ও ব্যবসায়ী মিষ্টি জান্নাত। বর্তমানে তুরস্কে রয়েছেন তিনি। সেখানে অর্থোডন্টিকসের ওপর ডিপ্লোমা কোর্স করছেন লাভ স্টেশন সিনেমার এ নায়িকা।
গত মাসে তুরস্কে পৌঁছান মিষ্টি। এক বছরের ডিপ্লোমা কোর্সটি অনলাইন ক্লাস আগেই শেষ করেছেন। বর্তমানে চলছে অফলাইন ক্লাস। তাতে অংশ নিতেই দেশ ছেড়েছেন তিনি।
গত ২২ আগস্ট তুরস্কে পৌঁছান মিষ্টি। গতকাল বৃহস্পতিবার ক্লাসের ফাঁকে একটি জাতীয় দৈনিকের সঙ্গে কথা বলেছেন সময়ের আলোচিত এ নায়িকা।
মিষ্টি জান্নাত বলেন, ‘মাঝে আব্বুকে নিয়ে বেশ ব্যস্ততা কেটেছে। আব্বু অসুস্থ থাকায় তাকে ভারতে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল। সিঙ্গাপুর ও ঢাকার এভারকেয়ারে তার চিকিৎসা করানো হয়। প্রয়োজনে ভারতেও চিকিৎসার জন্য নিয়ে থাকি।’
তিনি আরও বলেন, ‘তুরস্কে ১৫ দিনের কোর্সের জন্য এসেছি। সকাল থেকে টানা ক্লাস করতে হয়। বিশ্রামের সুযোগ পাই না। ক্লাস শেষ হলে দুবাইয়ে যাব। সেখানে আমাদের ক্লিনিকসহ কিছু ব্যবসা আছে। আব্বু অসুস্থ থাকায় সব আমাকেই দেখতে হয়। সব গুছিয়ে দেশে ফেরার প্ল্যান রয়েছে।’
সিনেমায় কাজ নিয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘কয়েকটি কাজের কথা হয়েছিল। সবকিছু পরিচালক-প্রযোজকের ওপর নির্ভর করছে। ভালো বাজেটের মুভির প্ল্যান ছিল। দেখা যাক কবে শুরু করতে পারি। সিনেমার প্রতি আমার ভালোবাসা অন্যরকম। আর এ ভালোবাসা থেকেই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই।’