ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

দাওয়াত খেতে গিয়ে লাশ হয়ে ফিরলেন আ.লীগ নেতা

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে আবুল হাসান বাবুল (৫১) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

 

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত দশটার দিকে মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ মুহুরী বাড়ি সংলগ্ন ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহত আবুল হাসান বাবুল ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের বাসিন্দা। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। আহতরা হলেন- সিএনজি অটোরিকশাচালক শাহাজাহান ও অপর যাত্রী শফিকুল ইসলাম।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পৌরসভার মুন্সি মসজিদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াত খেতে আসেন বাবুল। রাত দশটার দিকে তিনি বেয়াই শফিকুল ইসলামসহ সিএনজিযোগে বালুখালি যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে ব্রিজের পাশে খাদে পড়ে যায় অটোরিকশাটি।

 

 

এতে গুরুতর আহত হন বাবুল, শফিকুল ইসলাম ও সিএনজিচালক শাহজাহান। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হাসান বাবুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অপর দুজন চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

 

 

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জিহাদুল আলম বলেন, হাসপাতালে আনার আগেই বাবুলের মৃত্যু হয়।

 

নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সাহাব উদ্দিন বলেন, ‘আমরা খবরটি শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে সত্য কিনা।’

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

দাওয়াত খেতে গিয়ে লাশ হয়ে ফিরলেন আ.লীগ নেতা

প্রকাশিত : ১১:৪৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে আবুল হাসান বাবুল (৫১) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

 

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত দশটার দিকে মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ মুহুরী বাড়ি সংলগ্ন ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহত আবুল হাসান বাবুল ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের বাসিন্দা। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। আহতরা হলেন- সিএনজি অটোরিকশাচালক শাহাজাহান ও অপর যাত্রী শফিকুল ইসলাম।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পৌরসভার মুন্সি মসজিদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াত খেতে আসেন বাবুল। রাত দশটার দিকে তিনি বেয়াই শফিকুল ইসলামসহ সিএনজিযোগে বালুখালি যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে ব্রিজের পাশে খাদে পড়ে যায় অটোরিকশাটি।

 

 

এতে গুরুতর আহত হন বাবুল, শফিকুল ইসলাম ও সিএনজিচালক শাহজাহান। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হাসান বাবুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অপর দুজন চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

 

 

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জিহাদুল আলম বলেন, হাসপাতালে আনার আগেই বাবুলের মৃত্যু হয়।

 

নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সাহাব উদ্দিন বলেন, ‘আমরা খবরটি শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে সত্য কিনা।’